বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি
- আপডেট সময় : ০৭:০২:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ১০৩২ বার পড়া হয়েছে
বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়দাবাদী দল (বিএনপি) ও সমমাননা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আজ সোমবার শেষ হয়েছে। এর মধ্যেই দলটি আগামী বুধবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত দেশব্যাপী
তৃতীয় দফা অবরোধের ডাক দিয়েছে।
আজ সোমবার (৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।
এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একই কর্মসূচির ঘোষণা দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
বিবৃতিতে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে এই দুই দিনের অবরোধ পালনের আহ্বান জানান।
বিবৃতিতে এলডিপির এই নেতা বলেন, এলডিপির সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আমার অনুরোধ, আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করুন।










