DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ওয়াজ শুনতে বের হওয়া রাজন ফিরল লাশ হয়ে

রায়হান জামান,কিশোরগঞ্জ
নভেম্বর ৬, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে ওয়াজ মাহফিল শুনতে বের হয়ে পরদিন সকালে রাজন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) সকাল ৬টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখালী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

রাজন সদর উপজেলার যশোদল ইউনিয়নের ব্রাহ্মণকান্দি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

রাজন মিয়া বড়বাজারে কাঁচামালের আড়তে শ্রমিকের কাজ করতেন। রবিবার রাতে আড়ত থেকে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। এরপর আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে কাটাখাল গ্রামে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

রাজনের ফুফু খোদেজা বলেন, রাজন গত রাতে মনিপুরঘাট হালিমাতুস সাদিয়া রা. মহিলা মাদরাসার ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে রেব হয় কিন্তু রাতে বাড়িতে ফিরেনি। সকালে তার লাশ পাওয়া যায়। এর আগে চার বছর পূর্বে রাজনের বাবা হাবিবুর রহমান মনিপুরঘাট এলাকায় ছুরিকাঘাতে খুন হন। ওই ঘটনায় মামলা চলমান। এর সঙ্গে রাজনের মৃত্যুর যোগসূত্র থাকতে পারে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ  বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]