সুবীধাভোগীদের নিয়ে মোড়েলগঞ্জে জনসভা অনুষ্ঠিত
মোড়েলগঞ্জে প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর কর্তৃক “সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবীধাপ্রাপ্তদের নিয়ে জনসভা অনুুুুুুুষ্টিত হয়েছে।
আজ শনিবার (১১নভেম্বর) উপজেলার কলেজ মাঠে উপজেলা পরিষদ এর আয়োজনে এ জনসভা অনুষ্টিত হয়।
এসময় উপজেলা সকল সুবীধাভোগীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
এসময় বক্তাগন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, মোড়েলগঞ্জ উপজেলায় ৯০ হাজার পরিবার সরকারি সুবিধা ভোগী রয়েছে ( বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী
গর্ভকালীন, টিসিবি, মৎস্য, ভিজিডি রেশন ইত্যাদি)। সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতেে আবারও নৌকা মার্কায় ভোট প্রার্থণা কর হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন পদ্মা সেতু, মেট্রোরেল এবং বঙ্গবন্ধু র্টানেল করা হয়েছে উল্লেখ বক্তাগন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নাই। সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কা ভোট দেওয়ার আহবান জানান।
উপস্থিত নেতৃবৃন্দ সরকারের দৃশ্যমান উন্নয়ন ও চলমান প্রকল্প বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ দৃঢ় প্রত্যায় রেখে নৌকা মার্কাকে বিজয় লক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে অনুষ্ঠান শেষ করেন।