DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নৌকা প্রতিক পেলে সর্বচ্চ ভোট প্রধানমন্ত্রীকে উপহার দিবো-নিক্সন

Astha Desk
নভেম্বর ১৫, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নৌকা প্রতিক পেলে সর্বচ্চ ভোট প্রধানমন্ত্রীকে উপহার দিবো-নিক্সন

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর- ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সাধারণ জনগণে গত দুটি জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমার নৌকা প্রতিক ছিল না। কিন্তু আমি আওয়ামী লীগের নেতৃত্ব ধারায় ওই পরিবারের সন্তান হয়েও নৌকার একজন অর্থব্য প্রাথীর বিরুদ্ধে নির্বাচন করতে হয়েছে। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নৌকা প্রতিক চাওয়ার সক্ষমতা, রাজনৈতিক দক্ষতা অর্জন ও জনগণের আস্থা অর্জনের মাপকাঠি বিশ্লেষণে নৌকা প্রতিক বরাদ্দ দেন তাহলে সারাদেশের মধ্যে ফরিদপুর-৪ আসন থেকে সর্বচ্চ ভোট প্রধানমন্ত্রীকে উপহার দিবো।
তিনি আজ বিকেলে তার নির্বাচনী এলাকা ভাঙ্গা উপজেলার বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর সমালোচনা করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রতিক নৌকা প্রতিক। কিন্তু গত দুটি জাতীয় সংসদ নির্বাচনে একজন স্বাধীনতা বিরোধী পরিবার নৌকা প্রতিক নিয়ে আমার কাছে ভরাডুবি করেছে। জনগণ থেকে যার রাজনীতি বিচ্ছিন্ন হয়ে গেছে। মহামারী সংক্রান্ত রোগ করোনাকালে এমনকি ঝড়ে বা বন্যার সময় একটি বারের জন্য যে নেতা নিজের এলাকার মানুষের খোঁজে খবর রাখেননি চার বছর পরে তিনি নির্বাচনের মাঠে এসে হাজির হয়েছেন। আসন্ন সংসদ নির্বাচনে জনগণই সময় মত ভোটের মাঠে এর জবাব দিয়ে দিবে বলে অভিমত প্রকাশ করেন।

সংসদ সদস্য আরও বলেন, রাজনৈতিক মঞ্চে উঠে বিভিন্ন বক্তব্য হতে পারে কিন্তু আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ আমাকে এবং আমার নেতাকর্মীদের নিয়ে যে ধরনের মিথ্যা ও বানোয়াট বক্তব্য রাখছেন আমি তীব্র নিন্দা জানাচ্ছি। যদি সংশোধন না হন তাহলে আমার নেতাকর্মীদের নিয়ে আপনার বাড়ির সামনের থেকে ভাঙ্গা আওয়ামী লীগ থেকে আপনাকে অবাঞ্চিত ঘোষণা করা হবে। এসময় তিনি গঠনমূলক বক্তব্য রাখার আহবান জানিয়ে বলেন বঙ্গবন্ধুর কন্যার কাছে সকলের আমলনামা আছে। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আমরা নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবো। এজন্য তিনি নেতাকর্মীদের ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আরো পড়ুন :  আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞায় বিএনপি আনন্দিত : মির্জা ফখরুল

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, আওয়ামী লীগ নেতা এপোলো নওরোজ, শ্রমিক নেতা জাহাঙ্গীর মাতুব্বর, কাজী রওশন, আবু জাফর মুনসী প্রমুখ।

এর আগে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিএম শামীম, সদস্য রতন মিয়া, পারভেজ ও মহিলা আওয়ামী লীগ নেতা শারমিনসহ শতাধীক নেতাকর্মী এমপি নিক্সন চৌধুরীর সাথে যোগদান করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮