ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীর মৃত্যু

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:৩৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / ১০৩৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া চৌরাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাকিব (২৬) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) উপজেলার কোদালিয়া চন্ডিপাশায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব চৌদ্দশত ইউনিয়নের জিনারাই শেরপুর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ট্রাকে সজরে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, বেপরোয়া গতি অথবা সিএনজিকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের  জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীর মৃত্যু

আপডেট সময় : ১২:৩৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া চৌরাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাকিব (২৬) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) উপজেলার কোদালিয়া চন্ডিপাশায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব চৌদ্দশত ইউনিয়নের জিনারাই শেরপুর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ট্রাকে সজরে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, বেপরোয়া গতি অথবা সিএনজিকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের  জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।