আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা -১ (মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা) আসনে নৌকার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্ব ক্রিকেটের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান । সাকিব আল হাসানের পক্ষে নির্বাচনি পথসভায় অংশ গ্রহণ করেছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুতুবউল্লাহ হোসেন কুটি মিয়া ও উপজেলার ১ নং গয়েশপুর ইউনিয়নের জনসাধারণের প্রিয় মুখ আস্থাভাজন ব্যক্তিত্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী মন্ডল।
নির্বাচনি পথসভায় আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা কতুবউল্লাহ হোসেন কুটি মিয়া বলেন আমরা জন্ম সূত্রে আওয়ামী লীগ করি,আওয়ামী লীগ করার কারনে আমরা অনেক নির্যাতিত হয়েছি তবু্ও বঙ্গবন্ধুর আদর্শে গড়া দল আওয়ামী লীগ থেকে কখনো সরে যায়নি, সবসময় বঙ্গবন্ধুর আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় নিজেদের পরিচালিত করেছি। জননেত্রী শেখ হাসিনার আস্থা ভাজন ও বিশ্ব ক্রিকেটের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে নির্বাচন এসেছে সেই খুশিতে স্থানীয় সাধারণ মানুষের ভোট অধিকার আদায়ের ইচ্ছা প্রকাশ করেছে।
ইউসুফ আলী মন্ডল বলেন নৌকা কে বিজয়ী করতেই আমরা সাকিব আল হাসানের পক্ষে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালি করে মাগুরা কে আরও সমৃদ্ধি স্মার্ট মাগুরা হিসেবে দেখতে চায়।
সাংবাদিকদের ২ জন বর্ষিয়ান নেতা জানিয়েছেন, ভোটারদের আবেগের প্রতি সম্মান জানিয়ে ভালোবাসার নৌকা প্রতীক মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন।নেতারা বলেন সাকিব কিছুই নিতে আসিনি সাকিব দিতে এসেছে। সাকিবের সম্পদ সাধারণ মানুষের। পরিশেষে নেতারা বলেন দেশরত্ন শেখ হাসিনার দোয়া ও নির্দেশনা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে সাকিব আল হাসান। আমরা ঐক্যবদ্ধ ভাবে সাকিব আল হাসান কে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।