DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ মাদককারবারী আটক

Astha Desk
জানুয়ারি ১, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ মাদককারবারী আটক

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ জন মাদককারবারীকে আটক করেছে র‍্যাব।
সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্ব্বে র‍্যাবের একটি অপারেশনাল দল গত ৩১ ডিসেম্বর রবিবার রাত সাড়ে ৯টায় জয়পুরহাট জেলার সদর থানার গুচ্ছগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সময় ৫০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদককারবারীকে আটক করে।

আটককৃতরা হলো-শ্রী উজ্জল কর্মকার (৪২), পিতা-মৃত মংলা কর্মকার, ২। মোঃ আব্দুল মোমিন (৩০), পিতা-মোঃ আনারুল ইসলাম, ৩। মোঃ সুমন ইসলাম (২৩), পিতা-মোঃ জামাল হোসেন, ৪। মোঃ দেলোয়ার হোসেন (২৭), পিতা-মোঃ জাফর আকন্দ, ৫। মোঃ আব্দুল মান্নান (১৮), পিতা-নাছির উদ্দিন এবং ৬। মোঃ সুমন হোসেন (৩০), পিতা-মোঃ লুৎফর রহমান, সাং-পাইকর দাড়িয়া, সকলের থানা ও জেলা-জয়পুরহাট।

র‍্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আটককৃত আসামী উজ্জল এলাকার চিহ্নিত মাদককারবারী আটককৃত আসামী মান্না, সুমন, মোমিন, সুমন ও দেলোয়ার উজ্জল‘র সহযোগী হিসেবে কাজ করতো। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল উজ্জল, মান্না, সুমন, মোমিন, সুমন ও দেলোয়ার কে আটক করে এবং তাদের নিকট থেকে ৫০ পিচ ট্যাপান্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় আটককৃত আসামিদের সোপর্দপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]