DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে বিনা মূল্যে শ্রবণ সহায়ক যন্ত্র প্রদান করেছে পুলিশ সুপার

Astha Desk
জানুয়ারি ২৯, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে বিনা মূল্যে শ্রবণ সহায়ক যন্ত্র প্রদান করেছে পুলিশ সুপার

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়িতে মানবিক সেবার অংশ হিসেবে এক বৃদ্ধাকে বিনা মূল্যে শ্রবণ সহায়ক যন্ত্র প্রদান করেছে পুলিশ সুপার মুক্তা ধর।

আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরস্থ মুক্তমঞ্চে ৬০ উর্ধ্ব এক অসহায় বৃদ্ধ মহিলাকে এ সহায়তা প্রদান করেন।

বৃদ্ধা বিশেষ শ্রবণযন্ত্র (হিয়ারিং এইড) পেয়ে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন এবং দোয়া প্রার্থনা করেন।

এসময় পুলিশ সুপার মুক্তা ধর জানান, গত ১৭ ডিসেম্বর ২০২৩ইং খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছিলো। ঐ সময় বৃদ্ধা আমাকে এসে বলেন, তিনি কানে শুনতে পান না। তারই অংশ হিসেবে আজকে ‘পুনাক’ এর পক্ষ থেকে বিশেষ শ্রবণযন্ত্র (হিয়ারিং এইড) প্রদান করা হয়েছে।

খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর এ ধরনের উদ্যোগ সর্বদা মানবিক সেবায় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, সদর থানার অফিসার্স ইনচার্জ মো. তানভীর হাসান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]