বইমেলায় প্রকাশ পাচ্ছে জিদানের প্রথম বই ‘প্রিন্ট অন ডিমান্ডে হাতেখড়ি’
আস্থা ডেস্কঃ
বইমেলায় প্রকাশিত জিদানের নতুন স্কিল ডেভেলপমেন্ট বই ‘প্রিন্ট অন ডিমান্ডে হাতেখড়ি’। বইটি প্রকাশ করছে শব্দশৈলী প্রকাশনী। ইতিমধ্যে রকমারি সহ বিভিন্ন অনলাইনশপে প্রি-অর্ডার এর ভিত্তিতে বই টি অর্ডার করা যাচ্ছে। এছাড়া বইমেলায় শব্দশৈলীর প্যাভিলিয়ন-৯ এ পাওয়া যাবে বইটি। বইটই ১৫২ পেজ এর এবং মুদ্রিত মূল্য ৩৮০ টাকা রাখা হয়েছে।
লেখক জোনায়েত হোসেন জিদান বলেন, বইটি এমন ভাবে লেখা হয়েছে যাতে করে পাঠকরা খুব সহজে তাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। বইটি পড়ে পাঠকরা ফ্রিল্যান্সিং এর বেসিক বিষয় গুলো সেই সাথে ই-কমার্স ভিত্তিক ব্যবসা প্রিন্ট অন ডিমান্ড এর সকল বিষয় শিখতে পারবে। কিভাবে বর্তমানের সবচেয়ে আলোচিত বিষয় ফ্রিল্যান্সিং সেক্টরে একজন নতুন মানুষ তাদের ক্যারিয়ার শুরু করতে পারে তারা একটি ধারণা দেওয়া হয়েছে। আর ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ‘গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং’ এই দুই সেক্টরে কাজে লাগিয়ে কিভাবে একটি ডিজিটাল বিজনেস শুরু করা যায় তারও বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই যারা নতুন অনলাইন এর মাধমে নিজেদের ক্যারিয়ার গড়তে চায় তাদের জন্য এই বইটি হবে একটি গাইডলাইন।
জোনায়েত হোসেন জিদান একজন শিক্ষার্থী। বর্তমানে অনার্স ৩য় বর্ষে রসায়ন বিষয় নিয়ে অধ্যয়নরত আছেন। পড়াশোনা পাশাপাশি তিনি একজন দক্ষ ফ্রিল্যান্সার ও উদ্যেক্তা। তিনি দীর্ঘ ৫ বছরের বেশি সময় ধরে ফ্রিল্যান্সিং ও ই-কমার্স ভিত্তিক ব্যবসা প্রিন্ট অন ডিমান্ড এর সাথে জড়িত আছেন। ফ্রিল্যান্সিং সেক্টরে তিনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসাবে কাজ করছেন।