DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি-মোঃ ফায়েকুজ্জামান, সম্পাদক-সাদ্দাম

Ellias Hossain
ফেব্রুয়ারি ১, ২০২৪ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি-মোঃ ফায়েকুজ্জামান, সম্পাদক-সাদ্দাম

 

শাহাজান ইসলাম/বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২৪ এ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফায়েকুজ্জামান মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন।

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের প্রার্থী ইএসডি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ রাশেদুজ্জামান (পবিত্র) কে ৩১ ভোটে হারিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য থেকে ১১৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন মোঃ ফায়েকুজ্জামান মিয়া।

অন্যদিকে, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্যের প্রার্থী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা কে ৮ ভোটে হারিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ থেকে ১০৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন।

নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৬টি পদে জয়লাভ করেছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ঐক্য। অপরপক্ষে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকসহ মোট ৮টি পদে জয়লাভ করেছেন। তবে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে যৌথভাবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গাজী মোহাম্মদ মাহবুব ও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিব।

সহ-সভাপতি পদে ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম। কোষাধ্যক্ষ পদে ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শরাফত আলী। প্রচার সম্পাদক পদে ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিজিই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাবুদ্দিন শিহাব। দপ্তর সম্পাদক পদে বিজিই বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ-আল-জুবায়ের ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ৮টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. রেহেনা পারভীন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কামাল হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বদরুল ইসলাম , ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আবদুল্লাহ-আল-আসাদ, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা, মার্কেটিং বিভাগের প্রভাষক মোঃ আসিফ খালেদ।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতি ক্লাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১০টায় নির্বাচনি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ গোলাম ফেরদৌস।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬