দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক আমার সংবাদ ও ইংরেজি The Daily Post পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার দেশসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার, ৩০ এপ্রিল দুপুরে ঢাকায় মতিঝিলস্থ দৈনিক আমার সংবাদ ও The Daily Post পত্রিকার প্রধান কার্যালয়ে সারাদেশের প্রতিনিধিদের নিয়ে জেলা প্রতিনিধি সম্মেলন -২০২৪ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পত্রিকা দুটির সম্পাদক ও প্রকাশক বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হাশেম রেজা। জেলা প্রতিনিধি সম্মেলনে বিশেষ ভূমিকা রাখায় কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষারকে দেশসেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়। পরে সাংবাদিক তুষারের হাতে ১ম পুরষ্কার হিসেবে এন্ড্রোয়েড মোবাইল ফোন ও গিফট সামগ্রী তুলে দেন সম্পাদক হাশেম রেজা।
এ সময় দৈনিক আমার সংবাদ এর মফস্বল সম্পাদক হাবিবুর রহমান মোহাব্বত,The Daily Post পত্রিকার মফস্বল সম্পাদক সালেহীন বাবু, প্রশাসনিক কর্মকর্তা আজাদ হোসাইন তালুকদার, সার্কুলেশন ম্যানেজার দ্বীপ,নিউজ এডিটর হুদা সহ পত্রিকার অন্যান্য কর্মকর্তা,সাংবাদিক ও দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশসেরা প্রতিনিধি নির্বাচিত হয়ে সাংবাদিক আশরাফুল ইসলাম তুষার এক প্রতিক্রিয়ায় বলেন,’সাংবাদিকতা জীবনে সেরা অর্জন এটি আমার।এ কৃতিত্ব অর্জনে যারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগীতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।পাশাপাশি সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
উল্লেখ্য আশরাফুল ইসলাম তুষার প্রায় এক বছর যাবৎ কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন।