DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের তিন উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

Doinik Astha
মে ৯, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।


গতকাল বুধবার রাতে ভোট গণনা শেষে রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলমের বেসরকারিভাবে ঘোষিত ফল থেকে এ তথ্য পাওয়া যায়।

ঘোষিত ফলাফল থেকে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৯৪২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থক সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মামুন আল মাসুদ খান কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ১৪৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রিফাত উদ্দিন আহম্মেদ বচন। তিনি উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৫৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোখলেছুর রহমান মিতুল চশমা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৯৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার। তিনি হাঁস প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাসলিমা আক্তার সুইটি ফুটবল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৫৭৪ ভোট।

হোসেনপুর উপজেলা:

হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এম কম । তিনি আনারস প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২৮৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. আল আমিন অপু। তিনি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৫৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফি উদ্দিন সরকার বাচ্চু চশমা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৯১২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ছাবিয়া পারভীন জেনি। তিনি কলস প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৫২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিনা আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৯৪০ ভোট।

পাকুন্দিয়া উপজেলা:

পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন এমদাদুল হক জুটন। তিনি কলস প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৭৯১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন এ. কে. এম. ফজলুল হক বাচ্চু। তিনি তালা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান সোহাগ উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ১৮৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন শামসুন্নাহার বেগম। তিনি কলস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৯৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. ললিতা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৮৩ ভোট।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০