পুতিনের উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর ফলপ্রসূ
আন্তর্জাতিক ডেস্কঃ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া এবং ভিয়েতনামে রাষ্ট্রীয় সফর ‘তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসূ’ হয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন।
আজ শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে এ দাবী করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
এ সময় দক্ষিণ এশীয় দেশ দুটিতে পুতিনের সফর নিয়ে পশ্চিমা প্রতিক্রিয়াকে ‘বিভ্রান্তিকর’ অভিহিত করে তিনি বলেন, অন্যান্য দেশের সঙ্গে মস্কোর অংশীদারিত্ব কখনো তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়ায়নি।
পেসকভ বলেন, রাশিয়ার যেকোনো বৈদেশিক নীতির কার্যকলাপ অন্যরা সব সময়ই শত্রুতার চোখে দেখে থাকে। এমনকি আমাদের সীমান্ত সংলগ্ন দেশগুলোও। আর মস্কোকে দমন করার জন্য উঠেপড়ে লেগে থাকা পশ্চিমারা তো সবসময় চোখে লেন্স লাগিয়ে বসে থাকে!’
ক্রেমলিনের মুখপাত্র বলেন, মিত্রদের সঙ্গে রাশিয়ার মিথষ্ক্রিয়া কেবলই জনগণের কল্যাণের সঙ্গে জড়িত। সেইসঙ্গে ওয়াশিংটন যে ভিয়েতনাম, উত্তর কোরিয়াসহ রাশিয়ার মিত্রদের ওপর চাপ অব্যাহত রাখবে- সেটা মস্কো বোঝে বলেও স্বীকার করেন তিনি।
পেসকভ বলেন, ‘আমাদের কোনো সন্দেহ নেই যে, যুক্তরাষ্ট্র আমাদের মিত্র দেশগুলোকে চাপে রাখবে। তবে আমরা আমাদের মিত্রদের যে সহযোগিতার প্রস্তাব দেই, তা তৃতীয় কোনো দেশের প্রতি দ্বন্দ্বমূলক কিছু নয়। এটি পারস্পরিকভাবে উপকারী এবং একেবারে উত্তর কোরিয়া, ভিয়েতনামসহ আমাদের মিত্রদের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’
ভিয়েতনামের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার লক্ষ্য মূলত ‘দুই দেশের মধ্যে সহযোগিতার উন্নয়নে একটি নতুন প্রেরণা’ জানিয়ে পেসকভ বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্ভাবনা অনেক। আলোচনাটি ছিল সারগর্ভ এবং সুনির্দিষ্ট। এখন এই উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ এবং ব্যবসায়িক পর্যায়ে অনেক কাজ করা দরকার।’
এসময় পশ্চিমা উত্তেজনার ক্ষেত্রে রাশিয়া এর ‘শেষ দেখা ছাড়বে’ হ্যানয়ে পুতিনের এই বিবৃতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে- পেসকভ বিষয়টি স্পষ্ট করে বলেন, এটি আসলে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’-এর লক্ষ্য অর্জনের বিষয়ে বলা হয়েছে।
ক্রেমলিন মুখপাত্র বলেন, রাশিয়া কৌশলগত স্থিতিশীলতার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে সেটা কেবল ইউক্রেনের ইস্যুতে।
তিনি বলেন, ‘আমরা একটি বিস্তৃত ও ব্যাপক আলোচনার জন্য উন্মুখ, যা সবগুলো মাত্রাকে কভার করে এবং যার মধ্যে ইউক্রেনের চারপাশের সংঘাতের সঙ্গে সম্পর্কিত মাত্রা এবং এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে।’
রাশিয়ার ক্যাসপারস্কি ল্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে পেসকভ একে ওয়াশিংটনের ‘অন্যায় ও অন্যায্য প্রতিযোগিতার কূটচাল’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘তারা প্রতিবারই এ ধরনের কূট কৌশল অবলম্বন করে।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট তিন দিনে উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম সফর করেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সফরের আগে পুতিন রাশিয়ার ইয়াকুটিয়া অঞ্চলে এক দিনের একটি সফর সারেন। সূত্র- আল জাজিরা, আনাদোলু এজেন্সি।