DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে নৌকা ভ্রমণে মেডিকেল শিক্ষার্থীসহ নিহত ২

Astha Desk
জুন ২২, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুরে নৌকা ভ্রমণে মেডিকেল শিক্ষার্থীসহ নিহত ২

স্টাফ রিপোর্টারঃশেরপুরের ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নের গজারমারী বিলে নৌকা উল্টে পানিতে ডুবে মারা গেছেন রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেন মিল্টন ও তার বন্ধু আমানুল্লাহ আমান। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও তিন বন্ধু।

আজ শুক্রবার (২১ জুন) বিকেলে উপজেলার কান্দুলি গ্রামের গজারমারী বিলে নৌকা ভ্রমণে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কান্দুলি গ্রামের সোহরাব আলীর ছেলে মোশারফ হোসেন (২১) মিল্টন একই গ্রামের সাদা মিয়ার ছেলে আমানুল্লাহ আমান (১৭)। সে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ জানায়, বেলা আড়াইটার দিকে কান্দুলি গ্রামের ৮ বন্ধু মিলে ঈদ আনন্দ উদযাপনে নৌকা ভাড়া করে গজারমারী বিলের নলাডুবা এলাকায় ঘুরতে যায়। পরে নলাডুবায় গিয়ে আনন্দ করা অবস্থায় নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায় এবং ঘটনাস্থলেই ডুবে যায় নৌকাটি।

পরে তাদের চিৎকারে আশপাশের মানুষ উদ্ধারে এগিয়ে আসে। তবে ঘটনাস্থলেই মেডিকেল শিক্ষার্থী মিল্টন মারা যায়।

আমানুল্লাহ আমানকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় অসুস্থ হয়ে পড়ায় অপর তিন বন্ধুকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, মৃত ওই দুই শিক্ষার্থী কম সাঁতার কাটতে জানত।

ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে বলেছেন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪