DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে বুরহান হত্যাকান্ডের অন্যতম পরিকল্পনাকারী গ্রেফতার

রায়হান জামান,স্টাফ রিপোর্টার
জুন ২৭, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদী কুমড়ি বিলের মাঝখানে ধান ক্ষেতে পাওয়া ক্ষতবিক্ষত  চাঞ্চল্যকর মো. বুরহান (২৩) হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৭জুন) র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার মো. ইকবাল হাসান (৩৪)  কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নাগের গ্রাম এলাকার মৃত মির্জালীর ছেলে।

মামলা বিবরণ সূত্রে র‌্যাব জানায়, গত ২৬ মার্চ বিকাল ৪ টা ৪৫ ঘটিকার সময় মো. বুরহান (২৩) তার নিজ বাড়ি থেকে বের হয়ে শিবনাথ বাজারের উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বুরহান ঘরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরবর্তীতে ২৭ মার্চ দুপুর অনুমান ২টা ৩০ ঘটিকার সময় বুরহানের পরিবার লোকমুখে সংবাদ পায় কটিয়াদী থানাধীন নাগের গ্রাম এলাকার দত্তের বাড়ির পশ্চিম পাশে মুলতার মোড় কুমড়ি বিলের মাঝখানে জনৈক হাতিম মিয়ার ধান ক্ষেতে একটি লাশ পড়ে আছে। সংবাদ পেয়ে বুরহানের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মো. বুরহান এর ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। পরবর্তীতে উক্ত ঘটনায় নিহতের মা মোছা. পারভিন আক্তার (৩৮) বাদী হয়ে কটিয়াদী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরেই হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামীদের ধরতে মাঠে নামে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার দিবাগত রাতে কটিয়াদী থানাধীন পংমশুয়া এলাকা থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যতম পরিকল্পনাকারী মো. ইকবাল হাসাকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার হওয়া মো. ইকবাল হাসানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কটিয়াদী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০