ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

অয়ন চাকলাদার এর জনম জনম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • / ১১৭৮ বার পড়া হয়েছে

মোঃ মানিক খানঃ সম্প্রতি প্রকাশিত হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী অয়ন চাকলাদার এর নতুন গান। গানের শিরোনাম জনম জনম । গানটিতে অয়নের সাথে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী দিলশাদ নাহার কনা ।

আহমেদ রিজভীর কথায় গানে সুর করেছেন অয়ন চাকলাদার নিজেই। মিউজিক করেছেন এম এম পি রনি।

সৈকত রেজার পরিচালনায় ভিডিওচিত্রে মডেল হয়েছেন শিল্পী অয়ন চাকলাদার ও কাজল। গত বৃহস্পতিবার (২৭ জুন) ‘নাটাই মিউজিক’ এর ইউটিউব চ্যানেল থেকে গানটির ভিডিও প্রকাশ করা হয় । এটি প্রযোজনা করেছেন শরিফ উদ্দিন।

গানটির অফিসিয়াল পোস্টার

জনম জনম প্রসঙ্গে অয়ন চাকলাদার বলেন, প্রকাশের পর থেকে এখন পর্যন্ত অনেক সাড়া পাচ্ছি । গানটি নিয়ে আমরা আশাবাদী। বাকিটা দর্শকদের উপর ছেড়ে দিলাম।

গান তৈরি প্রসঙ্গে অয়ন চাকলাদার বলেন, ২০২২ সালে একটি কোম্পানি আমার সুর ও সঙ্গীতে ইলিয়াস হোসেনের গান চায় । আমি ইলিয়াস হোসেন এবং তাসমিনা অরিনের ডুয়েট গান করার পরামর্শ তাদের দেই । তারা রাজি হয় । তখন আমি গানের নাম নির্ধারণ করি ‘জনম জনম’ এবং সিদ্ধান্ত নেই আহমেদ রিজভি ভাইকে দিয়ে গানটি লেখানোর । এরপর আমি গানটার একটি ডেমো সুর করি এবং গানের স্থায়ী এবং একটা অন্তরা সুরের উপর লিখে দেন আহমেদ রিজভি ভাই । গানের নাম আমি আগে থেকেই ‘জনম জনম’ নির্ধারণ করে দেয়ায় রিজভি ভাই সেই অনুযায়ী লিরিকটা লেখেন ।

গানটির ডেমো সেই কোম্পানিকে দেয়ার পর তারা কিছু পরিবর্তন আনতে বলে । কিন্তু আমি সেই পরিবর্তন করতে রাজি হই না কারণ আমার মনে হয়েছিল এটা যেরকম আছে ঠিকই আছে । পরিবর্তন না করায় সেই কোম্পানি গানটি আর নেয় না ।

এইভাবেই শুধু স্থায়ী আর একটি অন্তরার ডেমো নিয়ে গানটি পড়ে ছিল প্রায় দুই বছর । কিছুদিন আগে নাটাই মিউজিক আমার কাছে একটি নতুন ডুয়েট গান চায় । তখন আমার এই গানটার কথা মনে পড়ে এবং আমি রিজভি ভাইকে অনুরোধ করি আরেকটি অন্তরা লিখে দিতে । তিনি লিখে দেন । আমার নিজের সংগীতায়োজনে কাজটা করার থেকে কাজে ভিন্নতা আনার জন্য আমি সুর ঠিক রেখে এম এম পি রনিকে দিয়ে গানটার সংগীতায়োজন করাই নতুন করে ।

জনম জনম এর ভিডিও থেকে

এরপর সিদ্ধান্ত নেয়ার সময় আসে ডুয়েট কার সাথে করবো তা নিয়ে । আমি কিশোরবেলা থেকে কনা আপুর গান শুনে বড় হয়েছি । আমি তাঁর একজন ভক্ত । আমি আপুকে অনুরোধ করি আমার সাথে গানটি গাওয়ার জন্য । তিনি রাজি হয়ে যান । আর এইভাবেই ফাইনাল হয় ‘জনম জনম’ গানটি । গানটি নিয়ে আশাবাদী হওয়ার কারণ হলো গানটা পিওর কমার্শিয়াল ফ্লেভারের গান আর ভিডিওটাও সেভাবেই নির্মিত হয়েছে । এই ধরণের গানের লিসেনার রয়েছে বলে আমার বিশ্বাস।

এমকে/আস্থা/আইএ

অয়ন চাকলাদার এর জনম জনম

আপডেট সময় : ০৮:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

মোঃ মানিক খানঃ সম্প্রতি প্রকাশিত হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী অয়ন চাকলাদার এর নতুন গান। গানের শিরোনাম জনম জনম । গানটিতে অয়নের সাথে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী দিলশাদ নাহার কনা ।

আহমেদ রিজভীর কথায় গানে সুর করেছেন অয়ন চাকলাদার নিজেই। মিউজিক করেছেন এম এম পি রনি।

সৈকত রেজার পরিচালনায় ভিডিওচিত্রে মডেল হয়েছেন শিল্পী অয়ন চাকলাদার ও কাজল। গত বৃহস্পতিবার (২৭ জুন) ‘নাটাই মিউজিক’ এর ইউটিউব চ্যানেল থেকে গানটির ভিডিও প্রকাশ করা হয় । এটি প্রযোজনা করেছেন শরিফ উদ্দিন।

গানটির অফিসিয়াল পোস্টার

জনম জনম প্রসঙ্গে অয়ন চাকলাদার বলেন, প্রকাশের পর থেকে এখন পর্যন্ত অনেক সাড়া পাচ্ছি । গানটি নিয়ে আমরা আশাবাদী। বাকিটা দর্শকদের উপর ছেড়ে দিলাম।

গান তৈরি প্রসঙ্গে অয়ন চাকলাদার বলেন, ২০২২ সালে একটি কোম্পানি আমার সুর ও সঙ্গীতে ইলিয়াস হোসেনের গান চায় । আমি ইলিয়াস হোসেন এবং তাসমিনা অরিনের ডুয়েট গান করার পরামর্শ তাদের দেই । তারা রাজি হয় । তখন আমি গানের নাম নির্ধারণ করি ‘জনম জনম’ এবং সিদ্ধান্ত নেই আহমেদ রিজভি ভাইকে দিয়ে গানটি লেখানোর । এরপর আমি গানটার একটি ডেমো সুর করি এবং গানের স্থায়ী এবং একটা অন্তরা সুরের উপর লিখে দেন আহমেদ রিজভি ভাই । গানের নাম আমি আগে থেকেই ‘জনম জনম’ নির্ধারণ করে দেয়ায় রিজভি ভাই সেই অনুযায়ী লিরিকটা লেখেন ।

গানটির ডেমো সেই কোম্পানিকে দেয়ার পর তারা কিছু পরিবর্তন আনতে বলে । কিন্তু আমি সেই পরিবর্তন করতে রাজি হই না কারণ আমার মনে হয়েছিল এটা যেরকম আছে ঠিকই আছে । পরিবর্তন না করায় সেই কোম্পানি গানটি আর নেয় না ।

এইভাবেই শুধু স্থায়ী আর একটি অন্তরার ডেমো নিয়ে গানটি পড়ে ছিল প্রায় দুই বছর । কিছুদিন আগে নাটাই মিউজিক আমার কাছে একটি নতুন ডুয়েট গান চায় । তখন আমার এই গানটার কথা মনে পড়ে এবং আমি রিজভি ভাইকে অনুরোধ করি আরেকটি অন্তরা লিখে দিতে । তিনি লিখে দেন । আমার নিজের সংগীতায়োজনে কাজটা করার থেকে কাজে ভিন্নতা আনার জন্য আমি সুর ঠিক রেখে এম এম পি রনিকে দিয়ে গানটার সংগীতায়োজন করাই নতুন করে ।

জনম জনম এর ভিডিও থেকে

এরপর সিদ্ধান্ত নেয়ার সময় আসে ডুয়েট কার সাথে করবো তা নিয়ে । আমি কিশোরবেলা থেকে কনা আপুর গান শুনে বড় হয়েছি । আমি তাঁর একজন ভক্ত । আমি আপুকে অনুরোধ করি আমার সাথে গানটি গাওয়ার জন্য । তিনি রাজি হয়ে যান । আর এইভাবেই ফাইনাল হয় ‘জনম জনম’ গানটি । গানটি নিয়ে আশাবাদী হওয়ার কারণ হলো গানটা পিওর কমার্শিয়াল ফ্লেভারের গান আর ভিডিওটাও সেভাবেই নির্মিত হয়েছে । এই ধরণের গানের লিসেনার রয়েছে বলে আমার বিশ্বাস।

এমকে/আস্থা/আইএ