DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

অয়ন চাকলাদার এর জনম জনম

নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মানিক খানঃ সম্প্রতি প্রকাশিত হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী অয়ন চাকলাদার এর নতুন গান। গানের শিরোনাম জনম জনম । গানটিতে অয়নের সাথে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী দিলশাদ নাহার কনা ।

আহমেদ রিজভীর কথায় গানে সুর করেছেন অয়ন চাকলাদার নিজেই। মিউজিক করেছেন এম এম পি রনি।

সৈকত রেজার পরিচালনায় ভিডিওচিত্রে মডেল হয়েছেন শিল্পী অয়ন চাকলাদার ও কাজল। গত বৃহস্পতিবার (২৭ জুন) ‘নাটাই মিউজিক’ এর ইউটিউব চ্যানেল থেকে গানটির ভিডিও প্রকাশ করা হয় । এটি প্রযোজনা করেছেন শরিফ উদ্দিন।

গানটির অফিসিয়াল পোস্টার

জনম জনম প্রসঙ্গে অয়ন চাকলাদার বলেন, প্রকাশের পর থেকে এখন পর্যন্ত অনেক সাড়া পাচ্ছি । গানটি নিয়ে আমরা আশাবাদী। বাকিটা দর্শকদের উপর ছেড়ে দিলাম।

গান তৈরি প্রসঙ্গে অয়ন চাকলাদার বলেন, ২০২২ সালে একটি কোম্পানি আমার সুর ও সঙ্গীতে ইলিয়াস হোসেনের গান চায় । আমি ইলিয়াস হোসেন এবং তাসমিনা অরিনের ডুয়েট গান করার পরামর্শ তাদের দেই । তারা রাজি হয় । তখন আমি গানের নাম নির্ধারণ করি ‘জনম জনম’ এবং সিদ্ধান্ত নেই আহমেদ রিজভি ভাইকে দিয়ে গানটি লেখানোর । এরপর আমি গানটার একটি ডেমো সুর করি এবং গানের স্থায়ী এবং একটা অন্তরা সুরের উপর লিখে দেন আহমেদ রিজভি ভাই । গানের নাম আমি আগে থেকেই ‘জনম জনম’ নির্ধারণ করে দেয়ায় রিজভি ভাই সেই অনুযায়ী লিরিকটা লেখেন ।

গানটির ডেমো সেই কোম্পানিকে দেয়ার পর তারা কিছু পরিবর্তন আনতে বলে । কিন্তু আমি সেই পরিবর্তন করতে রাজি হই না কারণ আমার মনে হয়েছিল এটা যেরকম আছে ঠিকই আছে । পরিবর্তন না করায় সেই কোম্পানি গানটি আর নেয় না ।

এইভাবেই শুধু স্থায়ী আর একটি অন্তরার ডেমো নিয়ে গানটি পড়ে ছিল প্রায় দুই বছর । কিছুদিন আগে নাটাই মিউজিক আমার কাছে একটি নতুন ডুয়েট গান চায় । তখন আমার এই গানটার কথা মনে পড়ে এবং আমি রিজভি ভাইকে অনুরোধ করি আরেকটি অন্তরা লিখে দিতে । তিনি লিখে দেন । আমার নিজের সংগীতায়োজনে কাজটা করার থেকে কাজে ভিন্নতা আনার জন্য আমি সুর ঠিক রেখে এম এম পি রনিকে দিয়ে গানটার সংগীতায়োজন করাই নতুন করে ।

জনম জনম এর ভিডিও থেকে

এরপর সিদ্ধান্ত নেয়ার সময় আসে ডুয়েট কার সাথে করবো তা নিয়ে । আমি কিশোরবেলা থেকে কনা আপুর গান শুনে বড় হয়েছি । আমি তাঁর একজন ভক্ত । আমি আপুকে অনুরোধ করি আমার সাথে গানটি গাওয়ার জন্য । তিনি রাজি হয়ে যান । আর এইভাবেই ফাইনাল হয় ‘জনম জনম’ গানটি । গানটি নিয়ে আশাবাদী হওয়ার কারণ হলো গানটা পিওর কমার্শিয়াল ফ্লেভারের গান আর ভিডিওটাও সেভাবেই নির্মিত হয়েছে । এই ধরণের গানের লিসেনার রয়েছে বলে আমার বিশ্বাস।

এমকে/আস্থা/আইএ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬