DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গচিহাটা বিদ্যানিকেতন এ ভ্রাম্যমান বিজ্ঞান জাদুঘর প্রদর্শিত

আশরাফুল ইসলাম রাজন
জুলাই ১৩, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা বিদ্যানিকেতন ইংলিশ ও বাংলা ভার্সন স্কুলে দুই দিনব্যাপী বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ ভ্রাম্যমান বিজ্ঞান জাদুঘর প্রদর্শনীর সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার (১২ জুলাই) সকালে এ ভ্রাম্যমান প্রদর্শনী শুরু হয়ে আজ শেষ হয়ছে।
পুঁথিগত জ্ঞানের সমান্তরালে গচিহাটা বিদ্যানিকেতন এর শিক্ষার্থীদের নিকট বিজ্ঞানকে শিক্ষণীয় ও আকর্ষণীয়ভাবে উপভোগ্য করে তোলা এবং বিজ্ঞান শিক্ষার প্রতি ক্রমাগত আকর্ষণ সৃষ্টির লক্ষ্যে (১০ ও ১১ জুলাই) ২০২৪ ইং গচিহাটা বিদ্যানিকেতন কর্তৃক আয়োজিত সরকারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক ভ্রাম্যমাণ মিউজিয়াম বাস ও মুভি বাসের সাহায্যে বিজ্ঞান প্রদর্শনী এবং টেলিস্কোপের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উক্ত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর জনাব এস. এম.আবু হান্নান। আরও উপস্থিত ছিলেন গচিহাটা বিদ্যানিকেতন এর প্রধান উপদেষ্টা মোঃ জয়নাল আবেদীন, প্রতিষ্ঠাতা পরিচালক উম্মে বিলকিস কবীর, সহকারী পরিচালক মোঃ জিল্লুর রহমান মানিক, প্রশাসনিক কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
দুই দিনব্যাপী প্রদর্শণীতে
  • ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী
  •  5D মুভি প্রদর্শন
  • বিজ্ঞান বিষয়ক বক্তৃতা
  • দূরবীনে মহাকাশ পর্যবেক্ষণ
  • VR (Virtual Reality)  প্রদর্শন করা হয়।এছাড়াও রাতে দুর্বীণের সাহায্যে স্থানীয় জনগন মহাকাশ পর্যবেক্ষণের সুযোগ পায়।

এই ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজনে গচিহাটা এবং কটিয়াদি উপজেলার বিভিন্ন স্কুল ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০