DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রোয়াংছড়ি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান চহ্লামং মারমা শপথ গ্রহণ

Link Copied!

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৬ষ্ঠতম উপজেলা নির্বাচনের প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা। অন্যদিকে উপজেলায় আইনশৃঙ্খলার পরিস্থিতি নানান সমস্যা কারণে ভাইস চেয়ারম্যানদের নির্বাচন স্থাগিত হয়ে যায়।

নির্বাচন আইন অনুযায়ী নির্বাচিত ব্যাক্তিকে ৩০কার্যদিবসের মধ্যে শপথ গ্রহণ করতে হবে মর্মে মঙ্গলবার (১৬ জুলাই ২০২৪ইং) উপজেলা চেয়ারম্যান চহ্লামং মারমাকে নিয়ে এককভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অনুষ্ঠিত শপথ বাক্য গ্রহণ অনুষ্ঠানের চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের কর্মরত স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডিএলজি) শাহীনা সুলতানা পরিচালনায় ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান চহ্লামং মারমাকে শপথ বাক্যপাঠ করিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধীরেন্ট ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক জনমজয় তঞ্চঙ্গ্যা, প্রীতিময় তঞ্চঙ্গ্যা, আইন বিষয়ক সম্পাদক মংহাইনু মারমা, নব ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী শৈক্যমং মারমা, পুরুকান্তি তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা চাইহ্লাউ মারমা, দ্বীপক ভট্টাচার্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উসুইমং মারমা, সাধারণ সম্পাদক ভাজ্যসেন তঞ্চঙ্গ্যা, শৈপ্রুঅং মারমা, সাংগঠনিক সম্পাদক সাথোয়াইঅং মারমা, যুবলীগের সাধারণ সম্পাদক সুমনজয় তঞ্চঙ্গ্যা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি হ্লাছোহ্রী মারমা, ছাত্রলীগের সভাপতি অংসিংউ মারমা, সাধারণ সম্পাদক উমংনু মারমা, সাংগঠনিক সম্পাদক গুনগাজলি ত্রিপুরা, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ক্যাইয়ি মারমাসহ প্রমুখ। ১৬ জুলাই ২৪ইং হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি,বান্দরবান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০