DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে সবুজ পল্লব ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি

কিশোরগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে সবুজ পল্লব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট)  বিকালে কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নের গালিমগাজী বাজারে এক কর্মসূচির আয়োজন করা হয়।

মো. তাজউদ্দিন এর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের কিশোরগঞ্জ শাখার উপদেষ্টা জনাব মো: আজিজুল ইসলাম, মো: আব্দুল্লাহ, মো: মস্তোফা জামাল জানিসহ সংগঠন এর অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আগামী দিনের পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ ও বনায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় । পরে সবুজ পল্লব ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ কয়েকশ বৃক্ষ রোপণ ও এলাকাবাসীর মধ্যে বিতরণ করেন।

আশিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুলতান শামীম, নূরুল আমীন, ইউসুফ মিয়া, মো. সারোয়ার আলমসহ আরও অনেকে।

এ বিষয়ে সবুজ পল্লব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এন. নাহার জানান, এটা চলতি বছরে আমাদের ২য় ক্যাম্পেইন ছিলো এবং আমরা নিম, জলপাই, কাঁঠাল, মেহগনি গাছের ৩১৪ টি চারা রোপণ ও বিতরণ করেছি।
তিনি আরও বলেন, চলতি মৌসুমে আমাদের সবুজ পল্লব ফাউন্ডেশন এর উদ্যোগে আরও বেশ কিছু বৃক্ষরোপণ করা হবে ইনশাআল্লাহ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০