DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২০শে সেপ্টেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২০শে সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী সমন্বয়কদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়হান জামান, কিশোরগঞ্জ
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

জুলাই বিপ্লবের শহীদ ও আহতগণের পরিবারের সাথে সাক্ষাৎ, দুর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাস-সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান এবং গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে দেশগঠন ও সংস্কারের লক্ষ্যে কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রজনতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে আরমানুল ইসলাম,লুৎফুর রহমান, আরমান, স্বর্ণা আক্তার রিয়া, তৌহিদ সিয়াম,আহনাফ সাইফ, মাওলানা আ. রহিম ছাড়াও জেলার বিভিন্ন স্কুল,কলেজ, মদরাসার শিক্ষার্থী,আইনজীবী ও জেলার সমন্বয়করা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আমরা একতাবদ্ধ হয়ে যেভাবে আন্দোলন করেছি, ঠিক তেমনি আমাদেরকে একতাবদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার করতে হবে। আন্দোলনের সময় যেমন আমরা দেখিনি, আমাদের পাশের লোকটি কি হিন্দু নাকি মুসলিম, বিএনপি নাকি জামায়াত-শিবির। তেমনিভাবে আমাদেরকে একত্রিত থাকতে হবে।

তারা আরও বলেন, এই আন্দোলনে মাদরাসার শিক্ষার্থীরা নিজের জীবনের মায়া ত্যাগ করে আমাদের সাথে অংশ নিয়ে শুধু কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার ১১৯জন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। আমাদের মাঝে কোনো প্রকার ভেদাভেদ নেই। আমরা কারও উপর বোকরা চাপিয়ে দিতে চাইনা, কারও উপর পাঞ্জাবি, টুপি-পাগড়ি চাপিয়ে দিতে চাইনা। আমরা মসজিদ-মন্দির এক হয়ে চলতে চাই।

সমাবেশের আগে কেন্দ্রীয় সমন্বয়করা কিশোরগঞ্জ জেলায় আন্দোলনে শহীদ ও আহত পরিবারের পরিবারের সাথে সাক্ষৎ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ৪:১৯
  • ৬:০৬
  • ৭:২০
  • ৫:৪৪