চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি) উপাচার্য (ভিসি)হিসেবে নিয়োগ পেয়েছেন, রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আক্তার।
বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রানালয় কতৃক সাময়িক সময়ের জন্য শর্ত আরোপের বিবৃতিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়। গত ১২ ই (আগষ্ট ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ভিসি পদত্যাগ দাবি করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ভিসি অধ্যাপক ড. মো: আবু তাহের পদত্যাগ করেন। ভিসি পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছিলেন তিনি। তখন থেকে চবি অচল অবস্থায় ছিল। বিভিন্ন বিভাগে ক্লাস গুলো অনলাইনে অনুষ্ঠিত হয়। সম্প্রতি কয়েকটি স্বায়িত্বশাসিত বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হলে ও চবিতে নিয়োগ না হওয়ায়, গতকাল সন্ধ্যা থেকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কমপ্লিট সার্টডাউনের ডাক দেওয়ার পর আজ প্রজ্ঞাপন দিয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়।