DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২২শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২২শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

’’শিল্পীদের মুখ বন্ধ করা যায় না”: কালচারাল অফিসারের বিরুদ্ধে শিল্পীদের মশাল মিছিল

রায়হান জামান, কিশোরগঞ্জ
সেপ্টেম্বর ২০, ২০২৪ ১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

হাতে মশাল, মুখে বাধা কালো কাপড়। তার উপর ক্রস চিহ্ন কারোর মুখে কোন কথা নেই, নেই কোন স্লোগান। সামনে একজন ড্রাম বাজিয়ে এগিয়ে যাচ্ছে। সাদা একটি কাপড়ে মোটা দাগে লেখা “শিল্পীদের মুখ বন্ধ করা যায় না” ”যতই করো ছলাকলা, ছাড়তে হবে শিল্পকলা” তারপর সেই মশাল মিছিলটির শহর প্রদক্ষিন।

বৃহস্পতিবার রাত ১০টায় এমনি এক দৃশ্য দেখা গেছে কিশোরগঞ্জে। শিল্পীদের একটি দল শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ করে মৌন এই মশাল মিছিল।

শিল্পীরা জানায় কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের অপসারনের বিরুদ্ধে তাদের এই মৌন মিছিল।

মিছিলের পরিচিত দৃশ্য স্লোগান নেই কেন এমন প্রশ্নের জবাবে আন্দোলনের সম্নয়ক ইফতাকার হোসেন সাকিব বলেন, শিল্পকলা সংস্কারে আমাদের ৪দফা দাবির আন্দোলনের আজ ১৩তম দিন চলছে। এখনো আমরা কোন সমাধান পাইনি। অপরদিকে বিভিন্ন মহল থেকে আমাদের চাপ দেওয়া হচ্ছে যেনো আন্দোলন থেকে সরে যাই। হুমকি দেওয়া হচ্ছে। সেই সাথে কালচারাল অফিসার নানা কৌশলে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু শিল্পীদের মুখ বন্ধ করা যায় না। প্রতিবাদের হাজারটা পথ খোলা আছে। সেটাই আমরা দেখিয়েছি।

কবি আমিনুল ইসলাম সেলিম বলেন, আমাদের মুখে কালো কাপড় বাধা ছিল কিন্তু তার মধ্যেও ক্রস চিহ্ন। মানে আমাদের মুখে বা চোখে ধোলা দেওয়া যাবে না। আমরা অন্যায়কারীর বিরুদ্ধে নেমেছি আমাদের কোন অপশক্তিই থামাতে পারবে না। দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে আশা করব দ্রুত এর সমাধান দিবেন কতৃপক্ষ।

দেশের জনপ্রিয় মাইম অভিনেতা রিফাত ইসলাম বলেন, শিল্পিদের যোক্তিক আন্দোলনকে রুখতে শিল্পিদের মুখ বন্ধ করার পায়তারা চলছে। অভিনেতার মুখ বন্ধ করে দিলে সে মূখাভিনয়ে তার গল্প সে ঠিকই বুঝিয়ে দিবে। আমরাও আশা করি জনতাকে মাইম মশাল মিছিলে বোঝাতে পেরেছি যে আমাদের কথা বলার অধিকারেও থাবা বসানো হয়েছে। কিন্তু আমরা থামার পাত্র না।যো

আরো পড়ুন :  খাগড়াছড়ি লক্ষ্মী নারায়ণ মন্দিরে রাস উৎসব পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া

গদানের পর থেকেই শিল্পীদের শিল্পকলাবিমুখসহ নানা দূর্নীতির অভিযোগ রয়েছে কিশোরগঞ্জ জেলা কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের বিরুদ্ধে। তার অপসারণসহ ৪দফা দাবিতে গত ৮সেপ্টেম্বর থেকে শিল্পিরা শিল্পকলা সংস্কারে আন্দোলনের ডাক দেয়। এর পর থেকে নানা কৌশলে শিল্পীদের মধ্যে বিভাজন তৈরি, সংঘাত ঘটানোর চেষ্টা, ভূয়া স্মারকলিপি প্রেরণ, হুমকি-ধামকিসহ বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগের একাধিক অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬