DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২২শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২২শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে অপটিক্যাল ফাইবার পুড়ে যাওয়ায় ব্রডব্যান্ড সেবা বন্ধ

Ellias Hossain
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটিতে অপটিক্যাল ফাইবার পুড়ে যাওয়ায় ব্রডব্যান্ড সেবা বন্ধ

আস্থা ডেস্কঃরাঙামাটি শহরে সহিংসতার ঘটনায় অপটিক্যাল ফাইবারের ক্যাবল আগুনে পুড়ে গেছে। এতে করে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কার্যক্রম। অবশ্য সেখানে বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্বাভাবিক রয়েছে।

ইন্টারনেট ব্যবহারকারী সুজাতা চাকমা বলেন, ওয়াইফাইয়ের ওপর ভিত্তি করে পরিবারের সবাই ইন্টারনেট চালায়। নেট বন্ধ থাকায় শহরে কী হচ্ছে কিছুই জানতে পারছি না।

ইয়েস নেটের পরিচালক মোঃ শাহীন বলেন, সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ফাইবার অপটিকের ক্যাবল পুড়ে যায় এবং ইন্টারনেট সেবা ব্যাহত হয়। নেট দ্রুত চালুর চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, সহিংসতা এড়াতে শুক্রবার দুপুর ১টা থেকে রাঙামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এতে শহরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাভিত্তিক পাহারা বসিয়ে নিজেদের সতর্ক ও নিরাপদ রাখার চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রা। শহরে টহল দিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।

রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান জানিয়েছেন, ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬