DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদকসহ আটক ৫

রায়হান জামান, স্টাফ রিপোর্টার
অক্টোবর ২, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার গ্রেফতার হয়েছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. এ আফজালসহ পাঁচ নেতা।

বুধবার (২ অক্টোবর) তাদের নিজ বাসা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল তাদের গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার  মো. আশরাফুল কবির।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  বীর মুক্তযোদ্ধা এম. এ আফজল, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তযোদ্ধা আজিজুল হক মোতাহার এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকি জেলা আওয়ামী লীগের বল ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম মাছুম।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া জানান, কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৩টার দিকে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহারকে উপজেলা ধলা ইউনিয়নের কলমা গ্রাম থেকে ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকিকে তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে দুপুরে তাদেরকে কিশোরগঞ্জ-১ নম্বর আদালতে হাজির করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র দুজনের জামিন মঞ্জুর করে অন্য তিনজনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। জামিনপ্রাপ্ত দুজন হলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাছুম।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬