DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভৈরব থেকে গাঁজা নিয়ে আসার পথে কটিয়াদিতে আটক ৪

রায়হান জামান, স্টাফ রিপোর্টার
অক্টোবর ৬, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদিতে ২৯ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (০৬ অক্টোবর) ভোর রাতে কটিয়াদি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় চল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ৪টি মোবাইল সিমসহ বাটন মোবাইল সেট, দুই হাজার ছয়শত টাকাসহ গাঁজা পরিবহনকারী ১টি বাস জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার  মো. আশরাফুল কবির।

র‌্যাব জানায়, রোববার ভোর রাতে ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি বাস কটিয়াদী বাসস্ট্যান্ডের কাছে আসলে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বাসটি থামালে বাসে থাকা চার ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নরসিংদী জেলার শোনে গ্রামের মৃত শরিফ মিয়ার ছেলে আল আমিন মিয়া(২৪), হবিগঞ্জের চুনারুঘাট চাটপাড়া গ্রামের মো. সফর আলীর ছেলে শাহ আলম (৪৫), নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশাল টেকপাড়া গ্রামের  মৃত মো. মোবারক মিয়ার ছেলে মো. মুরাদ মিয়া(২৪), নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার হাটাবো আটলাশপুর টেকপাড় হাটাবো আটলাশপুর গ্রামের মো. নওশের আলীর ছেলে মো. জুনায়েদ মিয়া(৩০)।

এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬