ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধামইরহাটে নার্স ও মিডওয়াইফারিদের এক দফা দাবিতে কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

News Editor
  • আপডেট সময় : ১০:০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / ১০৪৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক: মো: এ কে নোমান, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে নার্স ও মিডওয়াইফারিরা কর্মবিরতিতে নেমেছেন তাদের এক দফা দাবি আদায়ে। এই দাবিটি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্টার পদে প্রশাসন ক্যাডারদের পরিবর্তে উচ্চশিক্ষিত ও দক্ষ নার্সদের পদায়নের জন্য। কর্মবিরতির কারণে হাসপাতালের সেবা থেকে বঞ্চিত এবং রোগীরা ভোগান্তির শিকার হয়।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ধামইরহাট শাখার আয়োজনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন পরিষদের আহ্বায়ক বিউটি বেগম এবং সদস্য সচিব তারাজুল ইসলাম। তারা কর্মবিরতি চলাকালীন এক দফা দাবি উল্লেখ করে বলেন, “সারা দেশের নার্স ও মিডওয়াইফারিদের দাবির প্রেক্ষিতে আমাদের একমাত্র দাবি হলো প্রশাসন ক্যাডারদের অপসারণ করে, এই পদগুলোতে অভিজ্ঞ নার্সদের নিয়োগ দিতে হবে। যদি এই দাবির সমাধান আজকের মধ্যে না আসে, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব।”

তারা আরও বলেন, নার্সিং ও মিডওয়াইফারি খাতের উন্নয়নে এই ধরনের পরিবর্তন অত্যন্ত জরুরি। উচ্চশিক্ষিত ও দক্ষ নার্সদের মাধ্যমে এই পদে পদাযন করা হলে স্বাস্থ্যসেবার মানও বৃদ্ধি পাবে।

এদিকে, কর্মবিরতির কারণে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। রোগী আব্দুল রহমান বলেন, “আমি কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি আছি, কিন্তু আজ কোনো সেবা পাচ্ছি না। নার্সদের কর্মবিরতির কারণে আমার চিকিৎসায় বাধা আসছে।” একই কথা জানান অপর এক রোগী জলি বেগম। তিনি বলেন, “আমাদের মতো রোগীদের জন্য এমন পরিস্থিতি খুবই কষ্টকর। এই সমস্যা দ্রুত সমাধান হওয়া প্রয়োজন।”

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ধামইরহাট শাখার পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা হয় এবং নার্সদের দাবি বাস্তবায়িত হয়।

যদি সরকারের পক্ষ থেকে এই দাবি মেনে নেওয়া না হয়, তাহলে দেশের বিভিন্ন স্থানে নার্স ও মিডওয়াইফারিরা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান নেতৃবৃন্দগন । এর ফলে সেবাখাতে আরও জটিলতা ও ভোগান্তি সৃষ্টি হতে পারে, যা দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

ট্যাগস :

ধামইরহাটে নার্স ও মিডওয়াইফারিদের এক দফা দাবিতে কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

আপডেট সময় : ১০:০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

প্রতিবেদক: মো: এ কে নোমান, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে নার্স ও মিডওয়াইফারিরা কর্মবিরতিতে নেমেছেন তাদের এক দফা দাবি আদায়ে। এই দাবিটি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্টার পদে প্রশাসন ক্যাডারদের পরিবর্তে উচ্চশিক্ষিত ও দক্ষ নার্সদের পদায়নের জন্য। কর্মবিরতির কারণে হাসপাতালের সেবা থেকে বঞ্চিত এবং রোগীরা ভোগান্তির শিকার হয়।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ধামইরহাট শাখার আয়োজনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন পরিষদের আহ্বায়ক বিউটি বেগম এবং সদস্য সচিব তারাজুল ইসলাম। তারা কর্মবিরতি চলাকালীন এক দফা দাবি উল্লেখ করে বলেন, “সারা দেশের নার্স ও মিডওয়াইফারিদের দাবির প্রেক্ষিতে আমাদের একমাত্র দাবি হলো প্রশাসন ক্যাডারদের অপসারণ করে, এই পদগুলোতে অভিজ্ঞ নার্সদের নিয়োগ দিতে হবে। যদি এই দাবির সমাধান আজকের মধ্যে না আসে, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব।”

তারা আরও বলেন, নার্সিং ও মিডওয়াইফারি খাতের উন্নয়নে এই ধরনের পরিবর্তন অত্যন্ত জরুরি। উচ্চশিক্ষিত ও দক্ষ নার্সদের মাধ্যমে এই পদে পদাযন করা হলে স্বাস্থ্যসেবার মানও বৃদ্ধি পাবে।

এদিকে, কর্মবিরতির কারণে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। রোগী আব্দুল রহমান বলেন, “আমি কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি আছি, কিন্তু আজ কোনো সেবা পাচ্ছি না। নার্সদের কর্মবিরতির কারণে আমার চিকিৎসায় বাধা আসছে।” একই কথা জানান অপর এক রোগী জলি বেগম। তিনি বলেন, “আমাদের মতো রোগীদের জন্য এমন পরিস্থিতি খুবই কষ্টকর। এই সমস্যা দ্রুত সমাধান হওয়া প্রয়োজন।”

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ধামইরহাট শাখার পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা হয় এবং নার্সদের দাবি বাস্তবায়িত হয়।

যদি সরকারের পক্ষ থেকে এই দাবি মেনে নেওয়া না হয়, তাহলে দেশের বিভিন্ন স্থানে নার্স ও মিডওয়াইফারিরা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান নেতৃবৃন্দগন । এর ফলে সেবাখাতে আরও জটিলতা ও ভোগান্তি সৃষ্টি হতে পারে, যা দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।