DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই অক্টোবর ২০২৪
ঢাকাশুক্রবার ১৮ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে পূজা মন্ডপের নিরাপত্তায় আনসার, ভিডিপি মোতায়েন

Ellias Hossain
অক্টোবর ৯, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে পূজা মন্ডপের নিরাপত্তায় আনসার, ভিডিপি মোতায়েন

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খগড়াছড়ি জেলার সকল পূজা মন্ডপে নিরাপত্তা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

যে কোন নির্বাচন ও পূজার নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অগ্রণী ভূমিকা পালন করে থাকে।

এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে খাগড়াছড়ি জেলার পূজা মন্ডপ গুলোর গুরুত্ব বিবেচনায় অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৮ জন ও গুরুত্বপূর্ণ/সাধারন পূজা মন্ডপে ৬ জন হারে মোট ৬১টি পূজামন্ডপের নিরাপত্তায় ও আইন শৃঙ্খলা রক্ষায় ৪২২ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে।

আনসার-ভিডিপি সদস্য-সদস্যাগণ ৮ অক্টোবর হতে ১৪ অক্টোবর পর্যন্ত মোট ৭ দিন ব্যাপী সার্বক্ষণিক পূজা মন্ডপে নিয়োজিত থেকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও যে কোন জরুরি প্রয়োজনে আনসার ব্যাটালিয়নের ১ টি স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জনে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স পূজামন্ডপে নিরাপত্তায় টহল পরিচালনা করবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায়
আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

আনসার-ভিডিপি খাগড়াছড়ি’র জেলা কমান্ড্যান্ট মো: আরিফুর রহমান, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা এবং প্রশিক্ষকবৃন্দ স্ব স্ব উপজেলায় মনিটরিং করছেন।

এছাড়াও প্রতিটি মন্দিরের আশেপাশে সাদা পোশাকে বাহিনীর সদস্যগণ গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। গতকাল খাগড়াছড়ি সদরের বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন কালে জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান আশাবাদ ব্যক্ত করেন হিন্দু ধর্মাবলম্বীগণ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন।

পাশাপাশি তিনি অন্য সব ধর্মাবলম্বীদের, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের, বৈষম্য বিরোধী ছাত্র জনতার সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে নিবেদিত হয়ে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪
  • ১১:৪৮
  • ৩:৫৫
  • ৫:৩৬
  • ৬:৫০
  • ৫:৫৬