DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক হত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে-প্রমদজ্যোতি চাকমা

Ellias Hossain
নভেম্বর ১, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শ্রমিক হত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে-প্রমদজ্যোতি চাকমা

স্টাফ রিপোর্টারঃ

গার্মেন্টস শ্রমিকদের ওপর গুলি-নির্যাতন বন্ধ এবং হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবিসহ ৩ দফা দাবিতে ছাত্র-শ্রমিক সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।

আজ শুক্রবার (১নভেম্বর) বিকাল ৪টায় রাজধানীর শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের প্রেসিডেন্ট মোশরেফা মিশু, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য রাশেদ শাহরিয়ার, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ড. হারুন-উর-রশীদ, বিপ্লবী শ্রমিক আন্দোলনের আহ্বায়ক বিপ্লব ভট্টাচার্য, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন সদস্য সচিব সুশান্ত সিনহা সুমন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রমদজ্যোতি চাকমা, গণতান্ত্রিক ছাত্র জোটের সদস্যরা এবং টিএনজেড গার্মেন্টসের শ্রমিকরা এ সমাবেশে সংহতি প্রকাশ করেন।

সভায় বক্তারা বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে গার্মেন্টস, টেক্সটাইলসহ বিভিন্ন কারখানায় মালিকপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে অত্যাচারের নানা ষড়যন্ত্র শুরু করে। বকেয়া বেতন-বোনাস না দেয়া, শ্রমিক ছাঁটাই, অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ইত্যাদির মাধ্যমে শ্রমিক এলাকাগুলোতে আতঙ্ক সৃষ্টি করে। হাজিরা বোনাস, টিফিন ও নাইট বিল বৃদ্ধি, বকেয়া বেতন-বোনাস, ছাঁটাইয়ের বিরুদ্ধে শ্রমিকরা বিভিন্ন কারখানায় গত দুই মাস যাবৎ আন্দোলন করছে। শ্রমিকদের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদী শাসনামলে কারখানাগুলো যে তীব্র শোষণ এবং অত্যাচার হতো এবার সেসবের মীমাংসা হবে।

ছাত্র-শ্রমিক সমাবেশ থেকে অতি দ্রুত শ্রমিক হত্যার সঙ্গে জড়িতদের বিচার, অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ, বন্ধ কারখানা খুলে দেওয়া এবং ছাঁটাইকৃত শ্রমিকদের দায়িত্ব নেয়ার দাবি জানানো হয়।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২১
  • ৬:৩৬
  • ৬:০৬