DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আমেরিকা পেতে চলেছে প্রথম নারী প্রেসিডেন্ট?

Ellias Hossain
নভেম্বর ৩, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

আমেরিকা পেতে চলেছে প্রথম নারী প্রেসিডেন্ট?

আন্তর্জাতিক ডেস্কঃআমেরিকা কি তার প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে? নাকি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসছেন ডোনাল্ড ট্রাম্প?

 

আমেরিকার ভোটারদের মধ্যে এখন চলছে এই আলোচনা। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সুইং স্টেট এবং দুই প্রার্থীর নানা প্রতিশ্রুতিতে ভোটারদের সমর্থন।

 

নির্বাচনী প্রচারে বেশ আগে থেকেই যুক্ত আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।

 

তবে সময় কম পেয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

 

সবশেষ এবিসি নিউজের জরিপ বলছে, ৪৮ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন কমলা। বিপরীতে ১ শতাংশ কম সমর্থন পেয়েছেন ট্রাম্প।

 

তবে মার্কিন প্রেসিডেন্ট কে হবেন, তা মূলত নির্ভর করে ইলেক্টোরাল কলেজের ভোটের ওপর। ফলে পপুলার ভোট বেশি পেয়েও নির্বাচিত না হওয়ার বহু ইতিহাস আছে।

 

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মূল লড়াইয়ের কেন্দ্র ৭টি সুইং স্টেট। সাম্প্রতিক জরিপগুলোতে এই রাজ্যেগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দুই প্রার্থীর নীতি।

 

বিবিসি বলছে, অ্যারিজোনা, জর্জিয়া, নেভাডা ও নর্থ ক্যারোলাইনায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। আর মিশিগান ও উইসকনসিনে এগিয়ে আছেন কমলা।

 

পেনসিলভানিয়ায় দুই প্রার্থীর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। ট্রাম্প এখানে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। সুইং স্টেটগুলোর মধ্যে পেনসিলভানিয়ার ইলেক্টোরাল পয়েন্ট ১৯।

 

নির্বাচনী প্রচারের সময় এই রাজ্যে বন্দুক হামলার মুখে পড়েছিলেন ট্রাম্প। শেতাঙ্গ অধ্যুষিত এই রাজ্যে ট্রাম্পের অভিবাসননীতি বড় প্রভাব রাখতে পারে।

 

জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা দুই রাজ্যেই ভোটারদের ৫১ শতাংশ নারী। এর বাইরে নর্থ ক্যারোলাইনায় আছে ৬১ শতাংশ হিসপানিক শেতাঙ্গ, আর জর্জিয়ায় আছেন ৩০ শতাংশ অশ্বেতাঙ্গ ভোটার। (সূত্র-দ্য রেজিস্টার পত্রিকা)

 

ট্রাম্পের নারী ও অভিবাসননীতি এক্ষেত্রে ভোটারদের ওপর বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। দুই রাজ্যেই ইলেক্টোরাল ভোট আছে ১৬টি করে।

আরো পড়ুন :  ভারতের উপর দিয়ে পোশাক রপ্তানি বন্ধ করেছে বাংলাদেশ

 

অন্যদিকে মিশিগানকে বলা হচ্ছে গেম চেঞ্জার সুইং স্টেট। এই রাজ্যটিতে আছে ১৫ ইলেক্টোরাল ভোট। আমেরিকার মোট আরব-আমেরিকান জনগোষ্ঠীর সিংহভাগের বাস এখানে। এই ভোটাররা আগেই জানিয়েছে, গাজা ইস্যুতে বাইডেনের অবস্থানে তারা সন্তুষ্ট নয়। এই ইস্যুটিই ভোটের ফল নির্ধারণের জন্য যথেষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে রেকর্ড গড়ার মতো পরিস্থিতিতে ছিলেন হিলারি ক্লিনটন। ওই সময় শেষদিকে এসে তাঁর প্রভাব কিছুটা কমে যায়। পরে এই ডোনাল্ড ট্রাম্পের কাছেই হেরে যান হিলারি। (সূত্র-রয়টার্স)

 

দ্য রেজিস্টার পত্রিকার এই জরিপে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কমলা ৪৭ শতাংশ ও ট্রাম্প ৪৪ শতাংশ সমর্থন পেয়েছেন। গতকাল (২ নভেম্বর) জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এর আগে সেপ্টেম্বরের জরিপে ট্রাম্প ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন।

জনমত জরিপে দেখা যায়, বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের ভোট কমলার দিকে গেছে। ট্রাম্প ২০১৬ সালে আইওয়ায় ৯ শতাংশের বেশি পয়েন্ট ব্যবধানে এবং ২০২০ সালে ৮ পয়েন্ট ব্যবধানে জিতেছিলেন।

তবে ১ ও ২ নভেম্বর এমারসন কলেজ পোলিং/রিয়ালক্লিয়ারডিফেন্স পরিচালিত অন্য একটি জরিপে উল্টো চিত্র পাওয়া গেছে। এই জরিপে ট্রাম্প কমলার চেয়ে ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন।

এমারসন কলেজের জরিপ অনুযায়ী, ৩০ বছরের কম বয়সী ভোটাররা কমলাকে পছন্দ করলেও পুরুষ ও নিরপেক্ষ ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন জোরালো।

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে ভোট হবে। আইওয়ায় ছয়টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। নির্বাচনে জিততে হলে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে। (সূত্র-দ্য রেজিস্টার পত্রিকা, সূত্র-রয়টার্স, বিবিসি)

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২১
  • ৬:৩৬
  • ৬:০৬