DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৮শে জানুয়ারি ২০২৫
ঢাকামঙ্গলবার ২৮শে জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মহালছড়ি সফর করেছে পার্বত্য উপদেষ্টা

Astha Desk
নভেম্বর ১১, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

মহালছড়ি সফর করেছে পার্বত্য উপদেষ্টা

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলকর মনাটেক গ্রাম সফর করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১নভেম্বর) এই সফর করেন।

মনাটেক যাদুগানালা মৎস্যচাষ সমবায় সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি রত্ন উজ্জ্বল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

সফরসঙ্গী হিসেবে ছিলেন, পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সহধর্মীনি নন্দিতা খীসা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কংকন চাকমা, এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা, প্রাক্তন ডিএফপিও চন্দ্র কুমার চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) সুমন চন্দ্র রায়, মুবাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি খীসা প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের স্বার্থ চিন্তা করে কাজ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষার কোন বিকল্প নেই, শিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হতে হবে। তবে শিক্ষিতরা বেকার বসে না থেকে সকলকে কর্মসংস্থান সৃষ্টি করার আহবান জানান।

আলোচনা শেষে মনাটেক মৎস্য সমিতির মৎস্য বাঁধ ও মনাটেক মনানন্দ বনবিহার পরিদর্শন করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭
  • ১২:১৪
  • ৪:০৩
  • ৫:৪৩
  • ৭:০০
  • ৬:৪১