পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক বিশ্বাস স্থাপন জরুরী-ওয়াদুদ ভূঁইয়া
রহিম হৃদয়/খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, শন্তুলার মা ও পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলি তথাকথিত শান্তির কথা বললেও ৫৫ বছরেও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত করতে পারেনি। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে, সংঘাত এড়িয়ে পাহাড়ি বাঙ্গালিদের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস, বন্ধুত্ব ও ভালোবাসা সৃষ্টি করতে হবে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে গুইমারা বাজার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক এড: মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল নোমান সাগর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকজাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।