বোরহান উদ্দিন (দেওয়ানগঞ্জ) জামালপুর প্রতিনিধি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী জিঞ্জিরাম নদীর
উপর ব্রীজ নির্মানের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। জিঞ্জিরাম নদীর পূর্ব পাশে নবীনাবাদ, কবিরপুর, গয়ালকান্দা, চেংটিমারী মাদারেরচর মাষ্টারপাড়া গ্রামের ২০ হাজার মানুষের বসবাস। নদীর পশ্চিম পাশে সানন্দবাড়ী বাজার, দুপাড়ের মানুষের যাতায়াতের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। কৃষকের আবাদী ফসল বাজারে আনা নেয়া করতে হয়। খেয়া নৌকা দিযে জীবনের ঝুকি নিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ হাজার হাজার মানুষকে তাদের মালামাল নিয়ে পারাপার হতে হচ্ছে। যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। ব্রীজ না থাকায় নদী পারাপারে বন্যার সহ সারা বছর পোহাতে হয দূভোগ। চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর ইসলাম জানান ইতিপূর্বে কয়েকবার জরিপ হয়েছে ব্রীজ নির্মানের জন্য। কোন কাজ হচ্ছে না।
ব্রীজ নির্মানের জন্য জোর দাবি জানান। সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধাস শিক্ষক জয়নুল আবেদীন জানান নদীর এপার থেকে শতাধিক ছাত্রছাত্রী তার স্কুলে আসে। ব্রীজ না থাকায় প্রতি নিয়ত নদী পারাপার হতে হয়। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। তিনি ব্রীজ নির্মানের দাবি জানান। দীপশিখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নবিনাবাদ এলাকার বাসিনদা আলীমগীর কবির জানান তার এলাকা মানুষের দাবি জিঞ্জিরাম নদীর উপর ব্রীজ নির্মান করা হক।
এমকে/আস্থা