চট্টগ্রামে সহিংসতার ঘটনায় ৩ মামলা, আসামি ১৪শ
রানা সাত্তার/চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর সময় সহিংসতার ঘটনায় ৩ টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে প্রায় ১ হাজার ৪শ জনকে। এছাড়া আটক করা হয়েছে ২৮ জনকে।
আজ বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মোঃ তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হল ও কোতয়ালি মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলাগুলো করা হয়েছে। এসব মামলায় ২৮ জনকে আটক দেখানো হয়েছে।
এডিসি তারেক আজিজ বলেন, আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬-৭শ জনকে, রঙ্গম সিনেমা হলের সামনের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে ৩-৪শ জনকে অজ্ঞাত এবং কোতোয়ালি মোড়ের ঘটনায় ১৩ জনকে আসামি করে অজ্ঞাত আরও আড়াইশ-তিনশ জনকে আসামি করা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ২৮ জনের মধ্যে ৮ জন আইনজীবী খুনের ঘটনায় সন্দেহভাজন। তারা হত্যা মামলায়ও আসামি হবে। এছাড়া আইনজীবী খুনের ঘটনায় আলাদা মামলা হবে।
প্রসঙ্গত, সোমবার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটককরে ডিবি পুলিশ। পরে মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন-৬ এর কাজী শরিফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ ঘটনার প্রতিবাদে ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।