DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

Astha Desk
নভেম্বর ৩০, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়িতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ নভেম্বর/২৪) দুপুর ২ টায় জেলা শিল্পকলা একাডেমিতে খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ খাগড়াছড়ি জেলার সভাপতি উপাধ্যক্ষ শেখ আহমদ মজুমদার এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডক্টর অধ্যক্ষ মাওলানা শাহজাহান আল মাদানী।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ মুফতি ফারুক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন খাগড়াছড়ি জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন এবং আদর্শ শিক্ষক ফেডারেশন খাগড়াছড়ি জেলা সভাপতি অধ্যক্ষ আবুল হোসেন প্রমূখ।

প্রধান অতিথি অধ্যক্ষ ড. শাহজাহান মাদানী বলেন, বঞ্চিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে কাঙ্খিত মানে পৌঁছানোর জন্য শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষকদেরকে আলাদা বেতন স্কেল প্রদান করতে হবে যাতে করে মেধাবীরা শিক্ষকতা পেশায় এগিয়ে আসে। পার্বত্য খাগড়াছড়ি জেলা সদরে অনতিবিলম্বে ফাজিল ও কামিল মাদ্রাসা চালু করা এবং অনুমোদন দেয়ার আহবান জানান।

সম্মেলনের প্রধান বক্তা অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ বলেন, মাদ্রাসা শিক্ষার জন্য স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন করতে হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসায় বিদ্যমান কোটা প্রথার বাতিল করতে হবে। তিনি আরো বলেন, মাদ্রাসায় অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করতে হবে।

বিশেষ অতিথি অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, ৫ আগস্ট এর পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল ও বাংলাদেশকে একটি উন্মুক্ত কারাগার পরিণত করেছিল। এসময়ে সবচেয়ে বেশি নিগৃহীত ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। তাই এই সময়ে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাদ্রাসা শিক্ষক পরিষদকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আরো পড়ুন :  অগ্রসর কর্মী শিক্ষা শিবির/২৫ খাগড়াছড়িতে সম্পন্ন

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, তবলছড়ি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহি উদ্দিন, গুইমারা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা জয়নুল আবদীন, রশিকনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার
সুপারিনটেনডেন্ট মাওলানা আজিজ উদ্দিন প্রমূখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]