পানছড়িতে বিজিবির চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলা পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন কতৃক বাবুরা পাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে ।
আজ (২ ডিসেম্বর/২৪) পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনকল্যাণমূলক কর্মসূচীর অংশ হিসেবে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা কালে এ সেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় এলাকার অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ী নারী ও শিশুসহ জনসাধারণের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন লোগাং জোন (৩ বিজিবি) এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম এএমসি।
এ সময় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া পিএসসি বলেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।