ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মানবতার ডাক’-এর মহতী উদ্যোগ: মরণ ফাঁদ রাস্তায় ফেরালো জীবনের চলাচল Logo গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরাইলকে নির্দেশ জাতিসংঘ আদালতের Logo মাটিরাঙ্গায় গনধর্ষণের শিকার কিশোরী: আটক-২ Logo শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাহাড়ে কাজ করছে বিজিবি Logo ন্যায্য দাবি আদায়ে দীঘিনালায় এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি Logo শিক্ষকদের বাড়িভাড়া ভাতা হবে মোট ১৫ শতাংশ, দুই ধাপে দেওয়া হবে Logo দশমিনায় জেলেদের জিম্মি করে ছাত্রদল নেতার চাঁদাবাজি Logo বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবাদ সম্মেলন Logo মানবতার আলোর পথে: লালন দর্শনের নতুন পাঠ Logo পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম : ড. ইউনূস

আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা জরিমানা

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ১০৫০ বার পড়া হয়েছে

মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযানে বালু চোরাকারবারীদের ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, ধামইরহাট উপজেলার রসপুর বাজারের সন্নিকটে শিমুলতলী সেতুর নিচে সকাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। বিষয়টি জানতে পেরে ১৪ বিজিবির কোম্পানি কমান্ডার সুলতান হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল দুপুরে অভিযান চালিয়ে ৮টি মেসি ট্রাক্টর ও ১টি ভিকু মেশিন জব্দ করে।
বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি স্থানীয় কয়েকজন চালক ও জব্দকৃত যানবাহন দেখতে পান। এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তির ছত্রছায়ায় এ অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দকৃত ট্রাক্টরগুলো মুক্ত করার শর্তে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মুচলেকা দেন। এরপর আদালত চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করেন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, ধামইরহাট থানার এসআই মো. ফারুক হোসেন, বিএনপি নেতা মো. হানজালা, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, এম এ মালেক ও এম কে চৌধুরী জিন্নাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সেতুর নিচে ভবিষ্যতে কেউ বালু উত্তোলনের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “যে কোনো ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কারাবাসসহ কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”

অভিযানের পর স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, এমন কার্যকর ব্যবস্থা অবৈধ বালু উত্তোলনের প্রবণতা রোধে সহায়ক হবে।

এমকে/আস্থা

আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১০:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযানে বালু চোরাকারবারীদের ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, ধামইরহাট উপজেলার রসপুর বাজারের সন্নিকটে শিমুলতলী সেতুর নিচে সকাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। বিষয়টি জানতে পেরে ১৪ বিজিবির কোম্পানি কমান্ডার সুলতান হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল দুপুরে অভিযান চালিয়ে ৮টি মেসি ট্রাক্টর ও ১টি ভিকু মেশিন জব্দ করে।
বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি স্থানীয় কয়েকজন চালক ও জব্দকৃত যানবাহন দেখতে পান। এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তির ছত্রছায়ায় এ অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দকৃত ট্রাক্টরগুলো মুক্ত করার শর্তে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মুচলেকা দেন। এরপর আদালত চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করেন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, ধামইরহাট থানার এসআই মো. ফারুক হোসেন, বিএনপি নেতা মো. হানজালা, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, এম এ মালেক ও এম কে চৌধুরী জিন্নাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সেতুর নিচে ভবিষ্যতে কেউ বালু উত্তোলনের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “যে কোনো ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কারাবাসসহ কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”

অভিযানের পর স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, এমন কার্যকর ব্যবস্থা অবৈধ বালু উত্তোলনের প্রবণতা রোধে সহায়ক হবে।

এমকে/আস্থা