DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১২ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ১২ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা হয়রানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রায়হান জামান, স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১২, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দায়ের ও অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে সম্মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী শিক্ষক মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাব হলরুমে নিকলী উপজেলার জারুইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ ও প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমি দীর্ঘদিন জারুইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করছি। আমি গত প্রায় ১০ বছর এই স্কুলে চাকুরীকালীন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিলনা। হঠাৎ একটি চক্র ও আমার স্কুলের স্থানীয় দুইজন সহকারী শিক্ষক ও শিক্ষিকা (স্বামী-স্ত্রী) ও নিকলী উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছিমা বেগম যৌথভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের চক আকতে থাকেন। সেই সাথে সঙ্গে নিয়েছেন স্থানীয় ৪-৫ অভিভাবক যারা অর্থের জন্যই সারাদিন দানাই ফানাই করে বেড়ায়। তারাই মুলত আমার কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে এসব মিথ্যা অভিযোগ দায়ের করে আমাকে হয়রানি ও মিডিয়াকে অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে আমার মানহানি করছে। তাই আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব ষড়যন্ত্র মূলক মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের নিরপেক্ষ ও সঠিক তদন্তেরও দাবি জানান সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০