শিরোনাম:
কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলাচনা সভা
Doinik Astha
- আপডেট সময় : ০৮:২০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / ১১০৮ বার পড়া হয়েছে
জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এতে একে নাসিম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কম্পানী কমান্ডার মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল গণি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবিবুর রহমান ভূইয়া, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুসহ জেলা প্রেসক্লাবের সদস্যরা।
এ সময় সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও তাঁদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অমূল্য ভূমিকা তুলে ধরা হয়।




















