সিলেট: সুনামগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে বেসরকারি এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন,সদর উপজেলা শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর,উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবুল হাসান,সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি মো.বুরহান উদ্দিন,ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের এপি ম্যানেজার স্টিপ তাপস চিসিম, প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, উওম হালদার,দিপক বৈরাগী,প্যাটিশিয়া রিছিল, অর্পূব সিসিম আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৩২’শ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ হিসাবে খাতা, কলম,টুথপেষ্ট ও ব্রাশ বিতরণ করা হয়।
এমকে/আস্থা
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।