DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধাকে গ্রেফতার ও জেলা প্রশাসকের প্রত্যাহার দাবিতে আল্টিমেটাম

রায়হান জামান, স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৮, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

২০২৪ জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক বীর শহীদ আবু সাঈদকে নিয়ে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ডিসি এবং এসপির সামনে কটুক্তি ও বিতর্কিত স্লোগানের প্রতিবাদে মানববন্ধন করেছে কিশোরগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতারা।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গত ১৬ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে আওয়ামী লীগ ঘরানার একাধিক মুক্তিযোদ্ধা বক্তব্য দেন। তাঁদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ বি ছিদ্দিক ও ইদ্রিছ আলী ভূঁইয়া বক্তব্য দেন। ইদ্রিছ আলী ভূঁইয়া বক্তব্য শেষ করার সময় ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় মিলনায়তনে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্যে ফিসফিস চললেও প্রকাশ্যে কেউ কিছু বলেননি। এদিকে জেলা প্রশাসককে মঞ্চে রেখে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিছ আলী ভূঁইয়ার ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি হয়। এরই প্রতিবাদে দুপুরে মানববন্ধন থেকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ভূঁইয়াকে গ্রেফতার ও জেলা প্রশাসক ফৌজিয়া খানকে প্রত্যাহারের আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]