DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে এপ্রিল ২০২৫
ঢাকাশনিবার ১৯শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বাবার মৃত্যুর সাত দিনপর ১৩ বছরের রিক্সা চালক ছেলের মরদেহ উদ্ধার

Astha Desk
জানুয়ারি ৩, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাবার মৃত্যুর সাত দিনপর ১৩ বছরের রিক্সা চালক ছেলের মরদেহ উদ্ধার

আমির হোসেন/ফরিদপুর প্রতিনিধিঃ

বাবার মৃত্যুর এক সপ্তাহ পর আজ শুক্রবার (১৩ জানুয়ারি/২৫) সকালে ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুরে মহিলা মাদরাসার পাশ থেকে হুসাইন (১৩)র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত হুসাইনের বাড়ি শহরের চর টেপাখোলার ব্যাপারীপাড়ায়। সে মৃত খোকা ব্যাপারী

হুসাইনের চাচাতো ভাই ওবায়দুর রহমান বলেন, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল হুসাইন। বড় বোনদের বিয়ে হয়েছে। এক সপ্তাহ আগে তার বাবা মারা যাওয়ার পর উপার্জনের অবলম্বন হিসেবে হুসাইনকে একটি নতুন রিকশা কিনে দেন আত্মীয়-স্বজনেরা। সেই রিকশা নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিল। রাতে বাড়ি না ফেরায় এলাকায় মাইকিংও করা হয়। এরপর আজ শুক্রবার সকালে লোক মারফত তার মরদেহ পাওয়া গেছে বলে তারা জানতে পারেন।

সরেজমিনে দেখা যায়, দঁড়ি দিয়ে গলায় পেঁচিয়ে সাসুদ্ধ করে হত্যা করা হয়েছে হোসেনকে। নাক দিয়ে ফেনিল জাতীয় কিছু এসে জমে রয়েছে। দুই হাত দুই পাশে মেলে রাখা। আশেপাশে জড়ো হয়েছেন উৎসুক জনতা। তবে এ সময় তার রিকশাটির খোঁজ মিলেনি।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক সনাতন জানান, স্থানীয়দের মারফত খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনা তদন্ত করছে। আশা করছি, দ্রুত জড়িতদের চিহ্নিত করে আটক করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭