DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১১ই জানুয়ারি ২০২৫
ঢাকাশনিবার ১১ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রোয়াংছড়িতে সেনাবাহিনীর কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

Astha Desk
জানুয়ারি ১০, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

হ্লাছোহ্রী মারমা,  রোয়াংছড়ি (বান্দরবান)  প্রতিনিধি:  বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় সেনাবাহিনীর কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল, চাদর) বিতরণ করা হয়েছে।

গতকাল (শুক্রবার) লিরাগাঁও আর্মি  ক্যাম্পের উদ্যোগে কচ্ছপতলী মাঠে এই শীতবস্ত্র বিতরণ করেন রোয়াংছড়ি সাবজোন কমন্ডার মেজর ইয়াসিন আজিজ।

এসময় অন্যদের মধ্যে রোয়াংছড়ি প্রেস ক্লাবের সভাপতি চহ্লামং মারমা, কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক  আলোর পাঠশালা স্কুলের প্রধান শিক্ষক লাপ্লাদ ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই কার্যক্রমের আওতায় উপজেলার আন্তাহা পাড়া, বাঘমারা, রোয়াংছড়ি ও লুংলেই ক্যাম্পের আওতাধীন বিভিন্ন পাড়া থেকে আগত পাহাড়ি- বাঙালির নারী- পুরুষ ও বাচ্চাসহ মোট ১০০০ জনকে শীতবস্ত্র, কম্বল, চাদর বিতরণ করা হয়েছে।

বিতরণকালে মেজর ইয়াসিন আজিজ বলেন, সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, এ ক্যাম্প আপনাদের। আপনারা যে কোন সময় আসবেন, খেয়ে যাবেন। আপনাদের সুখে-দুখে আমরা পাশে থাকবো।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭
  • ১২:১০
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৫১
  • ৬:৪৩