খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একই দিনে নিহত-৩
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে ৩ জনের মৃত্যু হয়পছে। খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি ও সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন তিনটহরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল চালক মো. শাহিন আলম (১৮) সড়কে পড়ে যান। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অন্যদিকে, বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলা সদর উপজেলাধীন দাতকুপ্যা নামক এলাকায় জমি চাষ শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে মোঃ চাঁন মিয়া (৩৫) নামের এক যুবক মারা যান। তিনি মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি এলাকার মৃত মোঃ সুলতান মিয়ার ছেলে।
এদিকে দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেলছড়ি এলাকায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে মরিয়ম খাতুন (৬০) নামের আরেক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি বেলছড়ি এলাকার হাসু মিয়ার স্ত্রী।