কিশোরগঞ্জে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে হাশমত উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শহরের বিভিন্ন এলাকার মানুষের মাঝে ১ হাজার দুইশত কম্বল বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাঈল মিয়া, জেলা যুবদলের সভাপতি জিএস শরীফ , যুব দলের সাধারণ সম্পাদক মো. শাহীন, দপ্তর সম্পাদক সুমন মিয়া, কিশোরগঞ্জ জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ উদ্দিন, দলিল লেখক সমিতির সভাপতি এবি সিদ্দিক, কিশোরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন আহাদি মানিক ছাড়াও জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করেন।