আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য অভিন্ন মানদণ্ডের আলোকে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনকে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নাম ঘোষণা করেন। ডিসেম্বর মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়। এ সময় তিনি সারাদেশে অভিন্ন মানদণ্ডের আলোকে পুরস্কার হিসেবে আব্দুল্লাহ আল মামুনের হাতে ক্রেস্ট ও গিফট তুলে দেন।
মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এক প্রতিক্রিয়ায় জানান, আমাকে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি স্যারকে।
তিনি আরও বলেন, সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ সদর সার্কেলের দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস স্যারসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসার ও কিশোরগঞ্জ মডেল থানার সকল অফিসার ফোর্সকে যারা আমার এই সাফল্যে সহযোগিতা করেছে।