পানছড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়িতে পালিত হয়েছে।
এ উপলক্ষে পানছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকালের দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী।
আলোচনা শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এই সময় পানছড়ি উপজেলা, ইউনিয়ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল এবং ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।