নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জাবারিপুর বাজারের দোকানী মো. নুর ইসলাম দোকান বন্ধ করে বাড়ী ফেরার পথে রাত ৮টার দিকে জাবারিপুর বাজারের তিন মাথা মোড়ে পুলিশ পরিচয় দিয়ে পিস্তল ঠেকিয়ে নগদ টাকা, মোবাইল ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে বদলগাছী থানার ওসি শাহজাহান আলী এ তথ্য জানান।
তিনি আরো জানান, গত ৩ জানুয়ারি রাত ৮ টার দিকে জাবারিপুর বাজারের তিন মাথা মোড়ে দোকানী মো. নুর ইসলাম দোকান বন্ধ করে ফেরার বাড়ী পথে পুলিশ পরিচয় দিয়ে তাকে পিস্তল ঠেকিয়ে আটক করে ছিনতাইকারীরা। এসময় তার কাছে থাকা ৩৭ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ব্যাপারে ছিনতাইয়ের শিকার মো. নুর ইসলাম বাদী হয়ে বদলগাছী থানায় রাতেই মামলা দায়ের করে।
মামলার সুত্র ধরে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিবাগত রাতে চার জেলায় ঝটিকা অভিযান চালিয়ে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নওগাঁর বদলগাছী উপজেলার পলাশ কুমার পাহান (২৬), একই উপজেলার দেব্রাইল গ্রামের মো. রাজু হোসেন (২৭) মো. ইউসুফ আলী ও শরিফুল ইসলাম ওরফে শাকিল (৩৬), বগুড়ার আদমদীঘি উপজেলার বশিপুর এলাকার শতদল কুমার বসাক (৩৯), একই উপজেলার বশিপুর সরদার পাড়ার মো. রাসেল হোসেন (৪২), গাইবান্ধা উপজেলার সাঘাটা উপজেলার রাশেদ মিয়া (২৬) কে গ্রেপ্তার করে পুলিশ।
এদের মধ্যে পলাশ কুমার পাহান (২৬), শতদল কুমার বসাক (৩৯) ও মো. রাসেল হোসেন (৪২) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিতে সম্মতি জানান। আজ বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যরা জবানবন্দি দিতে অস্বীকার করায় তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে পুলিশ জানান।
গ্রেপ্তার সময় ছিনতাইকারীদেও কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল, একটি ওয়াকিটকি, একটি খেলনা পিস্তল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।