ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চট্টগ্রাম ইপিজেডে আগুন নেভাতে সেনা ও নৌবাহিনীর সহায়তা Logo পানছড়ির মধ্যনগরে ভোট ফর ওয়াদুদ ভূইয়া-ভোট ফর ধানের শীষ ক্যাম্পেইন অনুষ্টিত Logo ক্ষতিগ্রস্ত শিক্ষা ও অনুভূতিহীন কর্তৃপক্ষ Logo চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাঁচ কলেজে পাস করেনি কেউ! Logo গরমছড়িতে জমি দখল নিয়ে তাণ্ডব, ফটিকছড়িতে বসতবাড়িতে হামলা! Logo চাকসুতে ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের Logo এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সংখ্যায় বিপর্যয় — মাত্র ৩৪৫ প্রতিষ্ঠান Logo কিশোরগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা ও লুটপাট Logo নিজের যোগ্যতায় আসতে হবে: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর Logo শাহবাগ মোড়ে যান চলাচল শুরু যেহেতু শিক্ষকগণ কেন্দ্রিয় শহীদাঙ্গনে জড়ো।

ভোরের কাগজ বন্ধের ঘোষণায় বিএফইউজে-ডিইউজের নিন্দা ও প্রতিবাদ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:২১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ভোরের কাগজ পত্রিকা বন্ধ ঘোষণার হটকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সংগঠন দুটির নেতৃবৃন্দ অবিলম্বে প্রধান কার্যালয় খুলে দেওয়াসহ সাংবাদিক-শ্রমিক কর্মচারীদের কাজে ফিরিয়ে নেয়ার দাবি জানান।

বুধবার বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভোরের কাগজ পত্রিকা কর্তৃপক্ষ ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে বিগত বছরগুলোয় সরকারের কাছ থেকে সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে। কিন্তু ভোরের কাগজে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারিদের ওয়েজ বোর্ডের ন্যূনতম কোনো সুযোগ সুবিধা দেয়া হয়নি। বরং প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা তাদের প্রাপ্য বেতন-ভাতার দাবি জানালে তাদের চাকরিচ্যুতিসহ নানা হুমকি ধামকি দেয়া হয়। নিরুপায় হয়ে প্রতিষ্ঠানটির সাংবাদিক-কর্মচারিরা নিয়মতান্ত্রিক দাবি-দাওয়া জানিয়ে আসছিল। কিন্তু সংক্ষুব্ধদের সঙ্গে কোনো আলোচনা না করে কর্তৃপক্ষ হটকারিতার আশ্রয় নিয়ে প্রধান কার্যালয়সহ পত্রিকাটি বন্ধ ঘোষণা করে।

আমরা ভোরের কাগজ কর্তৃপক্ষের এই হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে পত্রিকার প্রকাশনা নোটিশ প্রত্যাহার করে ভোরের কাগজে কর্মরত সংবাদকর্মীদের বেতন-ভাতাসহ আইনানুগ সকল পাওনা বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আন্দোলনের মধ্য দিয়ে মালিকপক্ষকে দাবি মেনে নিতে বাধ্য করা হবে।

ট্যাগস :

ভোরের কাগজ বন্ধের ঘোষণায় বিএফইউজে-ডিইউজের নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ১২:২১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ভোরের কাগজ পত্রিকা বন্ধ ঘোষণার হটকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সংগঠন দুটির নেতৃবৃন্দ অবিলম্বে প্রধান কার্যালয় খুলে দেওয়াসহ সাংবাদিক-শ্রমিক কর্মচারীদের কাজে ফিরিয়ে নেয়ার দাবি জানান।

বুধবার বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভোরের কাগজ পত্রিকা কর্তৃপক্ষ ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে বিগত বছরগুলোয় সরকারের কাছ থেকে সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে। কিন্তু ভোরের কাগজে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারিদের ওয়েজ বোর্ডের ন্যূনতম কোনো সুযোগ সুবিধা দেয়া হয়নি। বরং প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা তাদের প্রাপ্য বেতন-ভাতার দাবি জানালে তাদের চাকরিচ্যুতিসহ নানা হুমকি ধামকি দেয়া হয়। নিরুপায় হয়ে প্রতিষ্ঠানটির সাংবাদিক-কর্মচারিরা নিয়মতান্ত্রিক দাবি-দাওয়া জানিয়ে আসছিল। কিন্তু সংক্ষুব্ধদের সঙ্গে কোনো আলোচনা না করে কর্তৃপক্ষ হটকারিতার আশ্রয় নিয়ে প্রধান কার্যালয়সহ পত্রিকাটি বন্ধ ঘোষণা করে।

আমরা ভোরের কাগজ কর্তৃপক্ষের এই হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে পত্রিকার প্রকাশনা নোটিশ প্রত্যাহার করে ভোরের কাগজে কর্মরত সংবাদকর্মীদের বেতন-ভাতাসহ আইনানুগ সকল পাওনা বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আন্দোলনের মধ্য দিয়ে মালিকপক্ষকে দাবি মেনে নিতে বাধ্য করা হবে।