DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৩ই মার্চ ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১৩ই মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, নিহত-২

Astha Desk
জানুয়ারি ২৬, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, নিহত-২

সোরাহাব হোসেন/নরসিংদী প্রতিনিধিঃ

জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন।

আজ রোববার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের বিরোধ চলছিল। এর জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এতে দুইজন নিহত হয়। নিহতরা হলো, আলমগীর হোসেন আলম (৩২) ও অলি আহমদ (২৪)। তারা আশরাফুল চেয়ারম্যানের সমর্থক। আহতদের উদ্ধার করে নরসিংদী নবীনগর বাঞ্ছারামপুরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ওসি মোঃ আদিল মাহমুদ বলেন, চর দখল নিয়ে আওয়ামী লীগের দুপক্ষ সংঘর্ষে জড়ায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১
  • ১২:১৩
  • ৪:২৫
  • ৬:০৯
  • ৭:২২
  • ৬:১২