শেষরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টারঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে মধ্যরাতে জরুরি প্রেস ব্রিফিং করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তার নিজ বাসা বারিধারার ডিওএইচএসে ব্রিফিং করবেন তিনি।
গত কয়েক দিন ধরে সারা দেশে বড় ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এসব ঘটনা সামজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে। সম্প্রতি ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে। সর্বশেষ রোববার দিবাগত রাতে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই, ধানমন্ডিতে মধ্যরাতে অস্ত্রসহ মহড়া এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন তৈরি হয়েছে।
এসব ঘটনার পর রোববার দিবাগত রাত ১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এ সময় তারা ‘জুলাইয়ের রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’, ‘সারা দেশে অপরাধ কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘মা-বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলবেন স্বরাষ্ট্র উপদেষ্টা।